কলকাতা, 8 জুন :'আজাদি কা অমৃত মহোৎসব' উপলক্ষে নতুন কয়েন নিয়ে এল কেন্দ্রীয় সরকার । ইতিমধ্যেই নতুন মুদ্রার আনুষ্ঠানিক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কলকাতা এবং পার্শ্ববর্তী কয়েকটি অঞ্চলের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার 40-টির বেশি কয়েন চেস্ট ব্রাঞ্চ থেকে দুই, পাঁচ, দশ এবং কুড়ি টাকার এই নতুন মুদ্রা বাজারে ছাড়া হয়েছে (New Coin of 20 Rupees Come in Kolkata Market)।
মঙ্গলবার সকালেই রিজার্ভ ব্যাঙ্ক থেকে মুদ্রাগুলো সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেওয়া হয় । এই কয়েনগুলি আগে থেকে বাজারে থাকলেও ফের তা নতুন নকশায় নতুনভাবে স্বাধীনতার প্রেক্ষাপটে প্রকাশ করা হল । স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যাদবপুর বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই মুদ্রা সংগ্রহ করার বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় । প্রথম ঘণ্টার মধ্যেই এক লক্ষ টাকার নতুন মুদ্রা সংগ্রহ করেন গ্রাহকরা । দিনের শেষে পাঁচ লক্ষ টাকা বেশি নতুন মুদ্রা এই শাখা থেকে আগ্রহী ব্যক্তিদের মধ্যে দেওয়া হয়েছে ।