পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durga Idols Art Gallery: দুর্গাপ্রতিমার সংখ্যায় বৃদ্ধি, বহরে বাড়ছে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্র - Rabindra Sarobar

New Art Gallery for Durga Idols: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্গামূর্তি প্রদর্শনী কেন্দ্র 'মা ফিরে এল' ৷ রবীন্দ্র সরোবরে দুই বিঘা জমি নিয়ে প্রতিমা রাখার জন্য তৈরি হচ্ছে নতুন গ্যালারি ।

new art gallery for Durga idols
দুর্গা মূর্তি প্রদর্শনী কেন্দ্রে নতুন গ্যালারি

By ETV Bharat Bangla Team

Published : Oct 29, 2023, 8:30 PM IST

রবীন্দ্র সরোবরে দুর্গা মূর্তি প্রদর্শনী কেন্দ্রে হচ্ছে নতুন গ্যালারি

কলকাতা, 29 অক্টোবর:দিনে দিনে বাড়ছে প্রতিমার সংখ্যা ৷ এখন প্রতিমাগুলির উচ্চতাও আগের থেকে অনেক বেশি ৷ তাই এবার তার সঙ্গে তাল মিলিয়ে আড়ে-বহরে আরও বাড়ানো হচ্ছে রবীন্দ্র সরোবরের দুর্গামূর্তি প্রদর্শনী কেন্দ্র 'মা ফিরে এল' ৷ আগে ছিল কেবল আর্ট গ্যালারি ৷ এবার তার পাশেই করা হচ্ছে নতুন গ্যালারি । গোটা কাজটি করছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। কেএমডিএ সূত্রে খবর, প্রতি বছর এখানে প্রদর্শনীর জন্য কলকাতার বিভিন্ন মণ্ডপের বেশ কিছু প্রতিমা জায়গা পায় । বেশ কয়েক বছর ধরেই প্রতিমা রাখতে রাখতে গ্যালারিতে জায়গা আর নেই বললেই চলে । তাই পাশেই একটি ফাঁকা জমি রয়েছে ৷ সেখানেই নতুন গ্যালারি করার কাজ শুরু করেছে কেএমডিএ । প্রায় কমবেশি দুই বিঘা জমি নিয়ে তৈরি হচ্ছে এই নতুন গ্যালারি ।

এই বছর এখন পর্যন্ত 6 থেকে 7টি দুর্গা প্রতিমা গ্যালারিতে রাখার জন্য এসেছে । আরও 6-8টি প্রতিমা আসবে । গ্যালারিতে মোট 15টি প্রতিমা রাখা হবে প্রদর্শনীর জন্য । এ ক্ষেত্রে অবশ্য পুরনো বেশ কিছু প্রতিমা সরিয়ে ফেলা হবে । এখন দিন কয়েক অস্থায়ী গ্যালারিতে থাকবে প্রতিমাগুলি । মাস তিনেকের মধ্যে সুন্দর করে স্থায়ী গ্যালারি তৈরির কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে । এ বছর কার্নিভাল শেষে নিজের পাড়ার ঠাকুর দিতে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্রে এসেছিলেন ফিরহাদ হাকিম । সেসময় গোটা বিষয়টি তদারকি করে গিয়েছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কেএমডিএ চেয়ারম্যান ৷

দিনে দিনে বাড়ছে প্রতিমার সংখ্যা

এই বিষয়ে এক কেএমডিএ আধিকারিক বলেন, "পুরনো গ্যালারি থেকে বেশ কিছু প্রতিমা সরানো হবে । কিন্তু এ বছর নতুন যেসব প্রতিমা এসেছে তাদের প্রত্যেকটার যা উচ্চতা তাতে সেগুলিকে এখনই গ্যালারির ভিতর রাখা যাবে না। এখন সবে 7টি প্রতিমা এসেছে । চেতলা অগ্রণী, বড়িশা, ত্রিধারার দুর্গা প্রতিমা এসে গিয়েছে । আরও কয়েকটি পুজো কমিটির প্রতিমা আসবে । এখন লাইট দিয়ে হ্যাঙ্গিং তাঁবু করে রাখা হবে প্রতিমাগুলি । মাসতিনেকের মধ্যে সুন্দর করে সাজিয়ে নতুন গ্যালারির অংশ আকর্ষণীয় করে তোলা হবে ।"

প্রতিমাগুলির উচ্চতাও আগের থেকে এখন অনেক বেশি

উল্লেখ্য, ধীরে ধীরে বাংলার শ্রেষ্ট উৎসব দুর্গাপুজোর জৌলুস বৃদ্ধি পেয়েছে । তাকে ঘিরে আনন্দ উচ্ছ্বাস থেকে শুরু করে ব্যবসা সবটাই অন্যমাত্রা নিয়েছে । সম্প্রতি এই দুর্গাপুজোর মুকুটে জুটেছে ইউনেসকোর নতুন পালক । মিলেছে অধরা ঐতিহ্যের স্বীকৃতি । তবে উৎসব মিটলেও বিভিন্ন মাতৃ প্রতিমা সংরক্ষণ করে প্রদর্শনী কেন্দ্র গড়ে তুলেছে রাজ্য সরকার । বছর 5,6 আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে অনুসারে রবীন্দ্র সরোবরে এক ধার ধরে বেশ কিছুটা ফাঁকা জায়গা নিয়ে গড়ে তোলা হয় 'মা ফিরে এল' নামক আর্ট গ্যালারিটি ।

আরে বহরে বাড়ছে 'মা ফিরে এল' প্রদর্শনী কেন্দ্র

আরও পড়ুন:মুখ্যমন্ত্রী পৌঁছে যেতেই আধঘণ্টা আগে শুরু কার্নিভাল, দেখুন ভিডিয়ো

বেশ কয়েক বছর ধাপে ধাপে গোটা প্রদর্শনী কেন্দ্র আকর্ষণীয় করে সাজিয়ে তোলা হয়েছে । ঢোকার মুখেই দেখতে পাওয়া যায় দু’টো বিরাট টেরাকোটার প্রদীপ । সাজানো বাগানের মাঝে সুন্দর করে রাখা রয়েছে প্রতিমা । আবার একটু বড় হল ঘরের ভিতর ঢুকলে প্রায় 10-15 টি সাজানো প্রতিমার দেখা মিলবে । প্রত্যেকটি মূর্তির নীচে লেখা রয়েছে নির্দিষ্ট ক্লাব ও শিল্পীর নাম । কোন সালের প্রতিমা তাও রয়েছে লেখা সেখানে । এক্কেবারে সংগ্রহশালার আদলেই গড়ে উঠেছে এই প্রতিমা প্রদর্শনী কেন্দ্রটি ।

ABOUT THE AUTHOR

...view details