কলকাতা, 19 ফেব্রুয়ারি : "নেতাজিকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে । কিন্তু নেতাজির অবদান কোনওদিন ভোলা যাবে না । নেতাজি সুপ্রশাসক ছিলেন । তাই তাঁর 125 তম জন্মবার্ষিকী পালন করছে কেন্দ্র । " জাতীয় গ্রন্থাগারের স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে এভাবেই নেতাজিকে স্মরণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ।
দু'দিনের রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । গতকাল একাধিক কর্মসূচি ছিল তাঁর । সাগর ও কপিলমুনি আশ্রমে যান । সেখান থেকে পরিবর্তন যাত্রার সূচনা করেন । আজ ন্যাশনাল লাইব্রেরির স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধাজ্ঞাপনের এক অনুষ্ঠানে অংশ নেন তিনি । সেখানেই নেতাজি থেকে ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ-র মতো মনীষীদের কথা স্মরণ করেন তিনি ।