পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rath Yatra 2022: দেশবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মোদি-মমতার - Rath Yatra 2022

সারা দেশের সঙ্গে রাজ্যে মহা সমারোহে পালিত হচ্ছে রথ উৎসব ৷ রথ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Modi and Mamata Extend Greetings for Rath Yatra) ৷

Rath Yatra 2022
রথযাত্রার শুভেচ্ছা মোদি-মমতার

By

Published : Jul 1, 2022, 12:34 PM IST

কলকাতা, 1 জুলাই: শুক্রবার দেশের নানা প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে রথযাত্রা ৷ পুরীর জগন্নাথ মন্দির ও সংলগ্ন চত্বর এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট (Modi and Mamata Extend Greetings for Rath Yatra) ৷ দেশের পাশাপাশি রাজ্যের নানা প্রান্তেও এদিন রথের রশিতে পড়েছে টান ৷ গত দু'বছর করোনা সংক্রমণের কারণে বড় জমায়েতের মাধ্যমে রথযাত্রা পালন করা সম্ভব হয়নি ৷ কিন্তু এবছর সংক্রমণ তুলনায় কম থাকায় স্বাভাবিকভাবেই এই বিশেষ দিনে পুণ্যার্থীদের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো ৷

আরও পড়ুন :Rath Yatra 2022: রাজ্যে প্রথম রথযাত্রা কার্নিভালের আয়োজন গাজোলে

রথ উপলক্ষে এদিন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এক টুইট বার্তায় প্রার্থনা করেছেন জগন্নাথ যেন সকলকে আশীর্বাদ করেন ও খুশি রাখেন ৷ এই বিশেষ দিনে এক ভিডিয়োতে তিনি এই বার্তা দিয়েছেন ৷

রথ উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷

ABOUT THE AUTHOR

...view details