কলকাতা, 9 অক্টোবর: নারদ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য CBI-র ডাকে ফের নিজাম প্যালেসে গেলেন ম্যাথু স্যামুয়েল । বুধবার দুপুর পৌনে বারোটা নাগাদ নিজাম প্যালেসে যান তিনি । জিজ্ঞাসাবাদের জন্য 4 অক্টোবর ম্যাথুকে নোটিশ পাঠিয়েছিল CBI ।
আইফোন, ল্যাপটপের পাসওয়ার্ড CBI-কে দেব না : ম্যাথু - নারদ কাণ্ড
আজ নিজাম প্যালেসে যাওয়ার আগে ম্যাথু সাংবাদিকদের বলেন,"আমাকে ডাকা হয়েছে । তাই এসেছি । তদন্তে সবরকম সহযোগিতা করব । কিন্তু তদন্তের জন্য আমার ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে CBI । আমি ইতিমধ্যেই তাদের জানিয়েছি, পাসওয়ার্ড আমার ব্যক্তিগত । আমি কোনওভাবেই পাসওয়ার্ড তাদের জানাব না ।"
আজ নিজাম প্যালেসে যাওয়ার আগে ম্যাথু সাংবাদিকদের বলেন,"আমাকে ডাকা হয়েছে । তাই এসেছি । তদন্তে সবরকম সহযোগিতা করব । কিন্তু তদন্তের জন্য আমার ল্যাপটপ এবং আইফোনের পাসওয়ার্ড চাইতে পারে CBI । আমি ইতিমধ্যেই তাদের জানিয়েছি, পাসওয়ার্ড আমার ব্যক্তিগত । আমি কোনওভাবেই পাসওয়ার্ড তাদের জানাব না ।"
CBI সূত্রে খবর, নারদ স্টিং অপারেশনের জন্য ম্যাথু যে আইফোন ও ল্যাপটপ ব্যবহার করেছিলেন, তদন্তের স্বার্থে সেগুলোর পাসওয়ার্ড প্রয়োজন । কারণ, CBI মনে করছে, যে ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেগুলো ছাড়াও আরও কিছু ফুটেজ ম্যাথুর ল্যাপটপ বা আইফোনে রয়েছে । সেই ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে ।