কলকাতা, 16 নভেম্বর: সকাল থেকেই আকাশের মুখ ভার। মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যেই। বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। আর এই বিষয় নিয়েই সতর্ক রাজ্যের প্রধান প্রশাসনিক ভবন নবান্ন।
কালীপুজো-দিওয়ালি কাটিয়ে বৃহস্পতিতেই খুলেছে নবান্ন। সরকারি অফিস খুলতেই প্রথমদিনই একটা দুর্যোগের সম্ভাবনা। বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো হয়েছে। এই অবস্থায় নবান্নের তরফে দুর্যোগের প্রভাব পড়তে পারে এমন জেলাগুলিকে আগেভাগেই সতর্ক করা হয়েছে। এই মুহূর্তে উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর এবং দুই 24 পরগনাকে সতর্ক করা হয়েছে। এরমধ্যে পূর্ব মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এদিন নবান্নের তরফ থেকে উপকূলবর্তী এলাকায় থাকা মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ একইসঙ্গে কাঁচা তথা মাটির বাড়িতে থাকা মানুষজনদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। এদিন নবান্নের তরফে পূর্ব মেদিনীপুরে থাকা পর্যটন ক্ষেত্রগুলিতে মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে।
নবান্নের তরফ থেকে জেলা প্রশাসনকে সতর্ক করা হয়েছে, দুই 24 পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের আগেও কতটা সম্ভাবনা রয়েছে তা যাচাইয়ের জন্য নিয়ম করে আলিপুর আবহাওয়া দফতরের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে বলে খবর। মোটের উপর দিওয়ালি মিটতেই কলকাতায় যে দুর্যোগের আবহ তৈরি হয়েছে তা নিয়ে সতর্ক নবান্ন।
অন্যদিকে, আবহাওয়া অফিস নিম্নচাপের গতিবিধির উপর নজর রাখছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ চন্দ্র দাস জানিয়েছেন, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে । এর প্রভাবে বৃহস্পতিবার দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় । মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ বিঘ্নিত হওয়ার আশঙ্কা ছিল এদিন। বঙ্গোপসাগরের নিম্নচাপটি বর্তমানে মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে । ইতিমধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । আজ বাঁক নিয়ে যা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। অতি গভীর নিম্নচাপটি আগামিকাল শুক্রবার ওড়িশা উপকূল এবং শনিবার সকালে উত্তর ওড়িশা ও বাংলা উপকূলে অবস্থান করবে ।
আরও পড়ুন
- দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা, ইডেনে সেমিফাইনাল ঘিরে শঙ্কা
- সরছে বিতর্কিত ফলক, কেন্দ্রের নির্দেশনামা পৌঁছল বিশ্বভারতীতে