কলকাতা, 9 ডিসেম্বর: এহেন প্রথমবার নয় ৷ এর আগেও অঙ্গদানে নজির করেছে এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) ৷ এবার পঞ্চান্ন বছরের এক ব্যক্তির একাধিক অঙ্গদানে (Multi Organ Donate) নতুন করে প্রাণ ফিরে পাচ্ছেন 3 ব্যাক্তি ৷
গত 3 ডিসেম্বর কাজ থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় (Accident) জখম হয়েছিলেন হুগলির বাসুদেব। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। তার পরের দিন এসএসকেএম হাসপাতালে ভরতি করা হয় তাঁকে। এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসা চলছিল তাঁর। মাথায় গুরুতর চোট লেগেছিল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে জীবনের লড়াই চললেও শেষ পর্যন্ত মিলল না তার ফল।
বৃহস্পতিবার রাতে ব্রেন ডেথ হয়ে মৃত্যু হয় বাসুদেব খাঁড়ার। আর এর পরেই হাসপাতালের পক্ষ থেকে অঙ্গদানের জন্য আবেদন করা হয়। সেই আবেদনে সম্মতি জানায় পরিবার। শুক্রবার দিনভর এসএসকেএম হাসপাতাল চলে সেই অস্ত্রোপচার। তাঁর শরীর থেকে নেওয়া হচ্ছে, হার্ট, লিভার এবং দু'টি কিডনি। বাসুদেববাবুর দু'টি কিডনি পাচ্ছেন এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুই রোগী, একজনের বয়স 39 ও অপরজনের 28 ৷ তাঁরা দু'জনেই পুরুষ। একইসঙ্গে লিভার পাচ্ছেন এসএসকেএম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী। তিনিও পুরুষ, বয়স 65 ৷ হার্ট পাচ্ছে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের এক রোগী, তাঁর বয়স 50।
আরও পড়ুন:এসএসকেএমে গিয়ে আচমকা ট্রমা কেয়ারে মমতা, কথা বললেন রোগীদের সঙ্গে
বাসুদেববাবুর ভাইপো মৃত্যুঞ্জয় জানান, "গতকাল রাতে কাকা মারা যান। তারপর হাসপাতালের পক্ষ থেকে অঙ্গদানের প্রস্তাব দেওয়া হয় তাঁদেরকে। পরিবারের এমন কিছু চিন্তাভাবনা ছিল না। তবে এই প্রস্তাব তাঁরা মেনে নেন। কেউ যদি আমার কাকার অঙ্গ পেয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে পান তাহলে তাঁদের ভালো লাগবে। তাঁরা এই শুনেছেন ইতিমধ্যেই অঙ্গ ব্যবহৃত হয়েছে।