পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এই প্রশাসনকে সরিয়ে তবেই নির্বাচন করতে হবে : মুকুল - arrested

আজ নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করলেন BJP-র রাজ্য নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়। মুকুল বলেন, " বাংলায় একটা অসহনীয় অবস্থা তৈরি করা হয়েছে। জাতীয় পতাকা কেন বহন করা হল সেই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার যে, কোনও লোক দিনেরবেলায় জাতীয় পতাকা নিতে পারে। অথচ পুলিশ জাতীয় পতাকা নেওয়ার জন্য বহু লোককে গ্রেপ্তার করল।"

mukul

By

Published : Mar 4, 2019, 6:26 PM IST

কলকাতা, ৪ মার্চ : "ব্ল্যাক লিস্টেড পুলিশ অফিসারদের দিয়েই নির্বাচন করার চেষ্টা করছে রাজ্য সরকার"। আজ নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করে এই অভিযোগ করলেন BJP-র রাজ্য নির্বাচন কমিটির আহ্বায়ক মুকুল রায়।

মুকুল বলেন, " বাংলায় একটা অসহনীয় অবস্থা তৈরি করা হয়েছে। জাতীয় পতাকা কেন বহন করা হল সেই নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু এটা তো সুপ্রিম কোর্টের অর্ডার যে, কোনও লোক দিনেরবেলায় জাতীয় পতাকা নিতে পারে। অথচ পুলিশ জাতীয় পতাকা নেওয়ার জন্য বহু লোককে গ্রেপ্তার করল।"

শাসকদলকে আক্রমণ করে তিনি বলেন, "যাতে ব্ল্যাক লিস্টেড অফিসারদের হাত দিয়ে নির্বাচন হয় তার চেষ্টা চলছে। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট ভাষায় জানিয়েছি যে, আমরা দরকারে দাবি করব নির্বাচনটা পিছিয়ে দিতে। ভারতবর্ষের অন্যান্য রাজ্যে নির্বাচন হয়ে যাওয়ার পর পশ্চিম বাংলায় নির্বাচন হোক। কিন্তু এই প্রশাসনিক ব্যবস্থাকে কায়েম রেখে আমরা নির্বাচন করতে দেব না। বাংলার মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে না দেওয়ার জন্যে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে বলতে হবে, তারা দায়িত্ব নিচ্ছে যে বাংলার প্রশাসন কাজ করবে না। তবেই নির্বাচন হতে পারে। এই প্রশাসনকে সরিয়ে দিয়ে নির্বাচন করতে হবে।"

মুকুল আরও বলেন, " ADG মানে কী? ADG হল যে সারা পশ্চিমবাংলা জুড়ে যাতে তৃণমূলের লোকেরা তয়তপ্পনে থাকে আর ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয় তার জন্যই CID কে ADG করে দেওয়া হল। এইতো চলছে। ব্ল্যাক লিস্টেড কয়েকজন অফিসার যাদের সুপ্রিম কোর্টের নির্দেশে হাজিরা দিতে যেতে হয়, তারা আজকে প্রশাসনের কাছে ব্লু -আইড বয়। যিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দলের ধরনায় বসে পড়েন তাদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। গতকাল যেসব থানা থেকে আমাদের বিজয় সংকল্প মিছিল করতে দেওয়া হয়নি, সেইসব থানার OC দের বদলি চাই। "

ABOUT THE AUTHOR

...view details