পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Corona Preparedness: স্বাস্থ্য ভবনে বৈঠক, করোনা মোকাবিলায় মকড্রিল হাসপাতালগুলিতে - বাড়ছে করোনা

ফের দেশের বিভিন্ন প্রান্তে বাড়ছে করোনা সংক্রমণ ৷ বিষয়টি নিয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ করতে চলেছে স্বাস্থ্য দফতর ৷ কেন্দ্রের নির্দেশ মেনে হাসপাতালগুলিতে হবে মকড্রিল ৷

ETV Bharat
ফাইল ছবি

By

Published : Apr 7, 2023, 9:44 PM IST

Updated : Apr 7, 2023, 11:00 PM IST

কলকাতা, 7 এপ্রিল:উদ্বেগ বাড়িয়ে দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিনে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন 6 হাজার 50 জন ৷ যা বৃহস্পতিবারের তুলনায় প্রায় 13 শাতাংশ বেশি ৷ এই অবস্থায় শুক্রবার কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড মোকাবিলার পরিকাঠামো প্রস্তুত রাখতে ৷ হাসপাতালগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 10 ও 11 এপ্রিল হাসপাতালে মকড্রিল করার নির্দেশও কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে দেওয়া হয়েছে ৷ কেন্দ্রের নির্দেশ মেনে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চাইছে এরাজ্যও ৷

এদিন রাজ্যের কোভিড সংক্রমণের অবস্থা খতিয়ে দেখতে বৈঠকে বসে স্বাস্থ্য ভবন ৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম । এছাড়াও ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকরা ৷ বৈঠক শেষে স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম জানান, রাজ্যে কোভিডে আক্রান্তের সংখ্যা সামান্য বেড়েছে ৷ রাজ্য পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত ।

উল্লেখ্য, দেশের কয়েকটি রাজ্যে বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ ৷ এই বিষয়ে কয়েকদিন আগে দেশের 6টি রাজ্যকে চিঠি দিয়েছিল কেন্দ্র ৷ যদিও সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছিল না ৷ তবে সম্প্রতি রাজ্যে অল্প হলেও বেড়েছে কোভিড আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘন্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 19 জন । সব মিলিয়ে বাংলায় অ্যাক্টিভ কেসের সংখ্যা 203 । এই অবস্থায় কেন্দ্রের নির্দেশ মেনে রাজ্যের হাসপালাতগুলিতে হবে মকড্রিল ৷

কলকাতার মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলিতেও হবে মকড্রিল । এছাড়াও কোভিড মোকাবিলার ক্ষেত্রে কলকাতার এমআর বাঙুর হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল । তাই এই মকড্রিলে অংশ নিচ্ছে এই হাসপাতালও । একই সঙ্গে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য রাজ্য প্রশাসনগুলিকে নির্দেশ দিয়েছেন কোভিড নিয়ে 8 ও 9 তারিখ জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসতে ৷

আরও পড়ুন: 'সংক্রমণের হট স্পট চিহ্নিত করুন' ! করোনা ইস্যুতে রাজ্যগুলিকে নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

Last Updated : Apr 7, 2023, 11:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details