কলকাতা, 19 অক্টোবর: খাস কলকাতায় নাবালিকাকে রাতভর নির্জন ঘরে বন্দি রেখে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ উঠেছে । ঘটনাস্থল হরিদেবপুর থানা এলাকার জোড়া পুকুর ।
পুলিশের অভিযোগ, হরিদেবপুর থানা এলাকার জোড়া পুকুরের বড় রংকল মাঠে ওই নাবালিকাকে যৌন হেনস্থা (Sexual Harassment) করার অভিযোগ ওঠে ৷ পরে তাকে ওই এলাকার একটি নির্জন ফাঁকা বাড়িতে রাতভর আটকে রাখা হয় । অভিযোগ, সেখানেই তাকে গণধর্ষণ করা হয় । নাবালিকার পরিবারের সদস্যদের লিখিত অভিযোগের ভিত্তিতে এবং নাবালিকার বয়ান রেকর্ড করে এই ঘটনায় যুক্ত সন্দেহে মোট পাঁচজনকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ ।
লালবাজার (Lalbazar) সূত্রের খবর, ওই নাবালিকার সঙ্গে বেশ কয়েকজন যুবকের আগে থেকেই পরিচয় ছিল ৷ কিন্তু এই ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে আগে থেকে কোনও পরিচয় ছিল না ওই নাবালিকার । এমনটাই দাবি পুলিশের ।