পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আপাতত বন্ধ কাজ, হাইকোর্টে জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ - kolkata metro rail

আপাতত মেট্রোরেল কর্তৃপক্ষ বউবাজারে টানেল খোঁড়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । কোর্টকে জানিয়ে পুনরায় কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

মেট্রোরেল টানেল

By

Published : Sep 3, 2019, 2:10 PM IST

কলকাতা, ৩ সেপ্টেম্বর: ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হল ৷ আজ হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এ কথা জানালো মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

আপাতত মেট্রোরেল কর্তৃপক্ষ বউবাজারে টানেল খোঁড়ার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে । কোর্টকে জানিয়ে পুনরায় কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, কবে থেকে ফের কাজ শুরু হবে, তা বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ১৬ সেপ্টেম্বর কোর্টকে জানাবে তারা । বউবাজারের ঘটনায় ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত বাড়িগুলি থেকে মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে ৩২৩ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে আজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিষয়টি জানানো হয় ৷

১৬ সেপ্টেম্বর এই মামলার ফের শুনানি হবে ৷ ওই দিন বিশেষজ্ঞদের রিপোর্ট পেশ করা হবে মেট্রোরেলের তরফে (জিওটেকনিক্যাল রিপোর্ট) ৷ হাইকোর্টে মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্ট -ওয়েস্ট মেট্রোর প্রায় ৯.৮ কিলোমিটারের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে । আর মাত্র ১ কিলোমিটারের কাজ বাকি রয়েছে । বউবাজারের ঘটনার পর সেই কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details