পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ল স্পেশাল মেট্রোর সংখ্যা , 12 জুলাই থেকে চলবে 52 জোড়া ট্রেন - maintenance special

12 জুলাই থেকে আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে চলবে মোট 104 টি (52 আপ ও 52 ডাউন) স্পেশাল চলবে । আগে দিনে আপ-ডাউন মিলিয়ে 90 টি ট্রেন চলত । সংখ্যা বাড়ানো হলেও এই ট্রেনগুলিতে উঠতে পারবেন শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই । তবে পরিচয়পত্র দেখাতে হবে তাঁদের ।

METRO RAIL
METRO RAIL

By

Published : Jul 10, 2021, 4:52 PM IST

কলকাতা , 10 জুলাই : আবারও বাড়ানো হচ্ছে মেট্রোর মেন্টেনেন্স স্পেশালের সংখ্যা । 12 জুলাই থেকে মেনটেনেন্স স্পেশালের সংখ্যা বাড়িয়ে করা হচ্ছে 104 টি । শনিবার মেট্রো কর্তৃপক্ষের তরফে এমনই জানানো হয়েছে ৷

12 জুলাই থেকে আপ ও ডাউন মিলিয়ে সারাদিনে চলবে মোট 104 টি (52 আপ ও 52 ডাউন) স্পেশাল চলবে । আগে দিনে আপ-ডাউন মিলিয়ে 90 টি ট্রেন চলত । সংখ্যা বাড়ানো হলেও এই ট্রেনগুলিতে উঠতে পারবেন শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই । তবে পরিচয়পত্র দেখাতে হবে তাঁদের ।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে যে সামাজিক দূরত্ব যাতে বজায় রাখা যায় তাই এই ব্যবস্থা । দিনে দক্ষিণেশ্বর ও কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে পরিষেবা শুরু হবে সকাল 8 টার সময় ও শেষ ট্রেন ছাড়বে বেলা 11.30 টার সময় । শেষ ট্রেনের সময় অপরিবর্তিত রয়েছে । বিকেলে এই দুই স্টেশন থেকে আবার পরিষেবা চালু হবে 3.30 মিনিটে ও শেষ ট্রেন ছাড়বে সন্ধ্যে 7.15 টার সময় । দুটি ট্রেনেই মধ্যে 8 মিনিটের ব্যবধান থাকবে । এই পরিষেবা সোমবার থেকে শনিবার পর্যন্ত পাওয়া যাবে । রবিবার পরিষেবা বন্ধ থাকবে ।

আরও পড়ুন : সেঞ্চুরিতে রেহাই নেই, কলকাতায় আরও দামি হল পেট্রল

তবে শুধুমাত্র জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই মেন্টেনেন্স স্পেশালে যাত্রা করার সুযোগ পাবেন ৷ যেমন স্বাস্থ্যকর্মী, পুলিশ , দমকলকর্মী, ব্যাঙ্ক কর্মী, কারেকশনাল সার্ভিসেস, বিদ্যুৎ ও পানীয় জল সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিরা, টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত কর্মীরা, স্টোর ম্যানেজমেন্ট ও সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই পরিষেবা পাবেন ৷ নিজেদের যথাযথ পরিচয়পত্র দেখিয়ে স্মার্ট কার্ডের সাহায্যে মেন্টেনেন্স স্পেশালে যাতায়াত করতে পারবেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details