পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Varanasi Expressway: প্রধানমন্ত্রীর সফরের আগে কলকাতা-বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে জরুরি বৈঠক - Narendra modi Nabanna visit

আজ, বৃহস্পতিবার নবান্নে (Nabanna) জরুরি বৈঠকে বসছেন রাজ্য পরিবহণ ও পূর্ত দফতরের আধিকারিকরা ৷ কেন্দ্রের পক্ষ থেকে বৈঠকে যোগ দেবেন সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের আধিকারিকরাও ৷ কথা হবে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে (Kolkata Varanasi Expressway) নিয়ে ৷ নরেন্দ্র মোদির (Narendra Modi) আসন্ন সফরের আগে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ৷

meeting at Nabanna over Kolkata Varanasi Expressway before Narendra Modi West Bengal Visit
ফাইল ছবি ৷

By

Published : Dec 22, 2022, 2:14 PM IST

Updated : Dec 22, 2022, 2:37 PM IST

কলকাতা, 22 ডিসেম্বর: আগামী 30 ডিসেম্বর কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ তার আগে বৃহস্পতিবার (আজ) দুপুরে গুরুত্বপূর্ণ বৈঠক বসছে নবান্নে (Nabanna) ৷ সূত্রের খবর, আগামী 30 তারিখ কলকাতা পৌঁছনোর পর জরুরি বৈঠক করবেন মোদি ৷ মনে করা হচ্ছে, সেই বৈঠক থেকেই কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে (Kolkata Varanasi Expressway) নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন তিনি ৷ এছাড়াও 30 তারিখের বৈঠকে এই এক্সপ্রেসওয়ে নিয়ে সামগ্রিক আলোচনা হবে ৷ সেইসঙ্গে, প্রকল্প রূপায়নে কেন্দ্র-রাজ্য সমন্বয়ের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে ৷ দুই পক্ষের ভাবনার আদানপ্রদান করা হবে আগামী 30 ডিসেম্বরের বৈঠকে ৷ তার নিরিখে এদিনের অর্থাৎ বৃহস্পতিবারের বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই দাবি নবান্ন সূত্রের ৷

বৃহস্পতিবার দুপুরের বৈঠকের ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ৷ যতদূর জানা যাচ্ছে, কলকাতা বারাণসীর সংযোগ সাধনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই প্রসঙ্গে আলোচনা করা হবে এই বৈঠকে ৷ ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই দু'টি শহরই প্রাচীন ও ঐতিহ্যবাহী ৷ দুইয়েরই সাংস্কৃতিক গুরুত্ব যেমন রয়েছে, তেমনই রয়েছে ঐতিহাসিক এবং ধর্মীয় তাৎপর্য ৷ পাশাপাশি, দু'টি শহরই আন্তর্জাতিকস্তরে জনপ্রিয় পর্যটনকেন্দ্র ৷ এইসব কারণেই এই দুই গুরুত্বপূর্ণ শহরকে জুড়ে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ তার জন্যই উত্তরপ্রদেশের বারাণসী থেকে সরাসরি কলকাতা পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন:ফের মুখোমুখি মোদি-মমতা, গঙ্গা পরিষদের বৈঠকে থাকার কথা জানালেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রের দাবি, এই দীর্ঘ সড়ক তৈরি হলে সংশ্লিষ্ট দুই রাজ্য তো বটেই, সেইসঙ্গে, যে এলাকার উপর দিয়ে এই পথ যাবে, সেই রাজ্যগুলিও লাভবান হবে ৷ 610 কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে যে শুধুমাত্র কলকাতা এবং বারাণসীকেই সংযুক্ত করবে, তা নয় ৷ এই গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে আসবে চারটি রাজ্য, অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকার মধ্যে দিয়ে ৷ এই রাস্তা তৈরি হয়ে গেলে সংযুক্ত হবে বারাণসী, রাঁচি এবং কলকাতার মতো গুরুত্বপূর্ণ শহর ৷

এখনও পর্যন্ত যা খবর, তা হল এই এক্সপ্রেস হয়ে কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের অংশ হবে ৷ এই গুরুত্বপূর্ণ সড়কপথ উত্তর ভারতের সঙ্গে পূর্ব ভারতকে সরাসরি সংযুক্ত করবে ৷ পরিকল্পনা অনুসারে, এই এক্সপ্রেসওয়ের 22 কিলোমিটার থাকবে উত্তরপ্রদেশে ৷ বিহারের মধ্যে দিয়ে যাবে 159 কিলোমিটার ৷ ঝাড়খণ্ডে পড়বে 187 কিলোমিটার ৷ আর আমাদের রাজ্যের মধ্যে থাকবে 242 কিলোমিটার ৷ সড়কপথে এই মুহূর্তে বারাণসী-কলকাতা রুটে যাতায়াত করতে দীর্ঘ সময় লাগে ৷ কারণ, বারানসী এবং কলকাতার মধ্যে দূরত্ব 644 কিলোমিটার ৷ কিন্তু, এক্সপ্রেসওয়ে নির্মাণ হলে সেই দূরত্ব অনেকটাই কমবে ৷ ফলে মাত্র 6 থেকে 7 ঘণ্টার মধ্যেই কলকাতা থেকে বারাণসী বা বারাণসী থেকে কলকাতা পৌঁছনো যাবে ৷

কাজেই পশ্চিমবঙ্গের জন্য এই এক্সপ্রেসওয়ে প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ৷ ইতিমধ্যে এই প্রকল্পের কাজ শুরুও হয়ে গিয়েছে ৷ বৃহস্পতিবারের বৈঠকে সেই কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হবে ৷ এই বৈঠকে কেন্দ্রের পক্ষ থেকে সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত থাকবেন ৷ উপস্থিত থাকবেন রাজ্য পরিবহণ ও পূর্ত দফতরের আধিকারিকরাও ৷

Last Updated : Dec 22, 2022, 2:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details