পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Md Salim slams to Mamata: মমতার বিরুদ্ধে বাংলা ভাগের অভিযোগ সেলিমের - রাজ্য থেকে উত্তরবঙ্গকে আলাদা

বিজেপি নয়, আদতে মমতার বিরুদ্ধেই বঙ্গভাগের অভিযোগ তুললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ একই সঙ্গে, ভোটে নকল ব্যালট পেপার ছাপানোর অভিযোগও করেছেন তিনি ৷

Etv Bharat
মহম্মদ সেলিম

By

Published : Jun 28, 2023, 7:41 PM IST

বাংলা ভাগের অভিযোগ সেলিমের

কলকাতা, 28 জুন:রাজ্য থেকে উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্ত করছে বিজেপি, এই অভিযোগ বরাবরই করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বাংলা ভাগের অভিযোগ করল সিপিএম ৷ বুধবার কলকাতা প্রেস ক্লাবের এক সাংবাদিক সম্মেলনে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মমতার বিরুদ্ধেই বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার চক্রান্তের অভিযোগ করলেন। একইসঙ্গে, মঙ্গলবার সেবকের কাছে শালুগাড়ায় ভারতীয় বায়ুসেনা ছাউনিতে মুখ্যমন্ত্রীর চপারের জরুরি অবতরণ এবং সেনা কর্মীদের সঙ্গে বৈঠকের বিষয়েও এদিন প্রশ্ন তোলেন সেলিম।

এদিন সিপিএম রাজ্য সম্পাদক দাবি করে বলেন, "সেনা ছাউনিতে অবতরণ এবং সেখান থেকে এসএসকেএম রওনা হওয়া, এই দুইয়ের মাঝখানে যে সময়টা তিনি বৈঠক করেছেন সে বিষয়ে সংবাদপত্র কোনও খবর রাখে না।" এর পাশাপাশি কী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলেন, এদিন সে প্রশ্নও তোলেন সেলিম। উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে দার্জিলিংয়ে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বাংলা ভাগের বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠক করেছিলেন বলেও এদিন সেলিম অভিযোগ করেন এদিন। তিনি বলেন, "নির্বাচনী প্রচার সেরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চলে গেলেন হাসিমারার জঙ্গলে আর্মি বেস ক্যাম্পে। সেখানে পিসি-ভাইপো ছাড়া তৃণমূলের কোনও নেতা মন্ত্রী, এমনকী কোনও সরকারি আধিকারিকও গেলেন না ৷ তিনি সবসময় সাংবাদিক নিয়ে ঘুরলেও সে সময় কোনও সাংবাদিকও সঙ্গে গেলেন না।"

এই বিষয়ে সংশয় প্রকাশ করার পরই সেলিম বলেন, "পশ্চিমবঙ্গকে ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা করার জন্য উপরাষ্ট্রপতি নির্বাচনে যেমন দার্জিলিংয়ে ধনকড়ের সঙ্গে বৈঠক করেছিলেন। এ কথা তখন কেউ দেখায়নি, বলেওনি ৷ আমি সাংবাদিক সম্মেলন করে বলেছিলাম। সেই একইভাবে সেনা ক্যাম্পে গিয়েও বৈঠক হয় ৷" মণিপুর প্রসঙ্গ তুলে সেলিম জানান, এখন মণিপুরের জাতি দাঙ্গার পর আরও হুঁশিয়ার থাকতে হবে তাঁদের। তিনি বলেন, "হঠাৎ হেলিকপ্টার নামল ৷ তারপর এসএসকেএম, এর মাঝের ঘটনাগুলোর দিকে নজর রাখতে হয়।"

একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্যপরিকাঠামো নিয়েও এদিন প্রশ্ন তোলেন মহম্মদ সেলিম। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী যেখানে এত উন্নয়নের কথা বলেন স্বাস্থ্যপরিকাঠামো নিয়ে, বড় বড় কথা বলেন, সেখানে নিজের চিকিৎসার জন্য কেন আর্মি বেস ক্যাম্প থেকে সোজা এসএসকেম আসতে হল ? বায়ুসেনা ক্যাম্পেই তো ফাস্ট এইডের ব্যবস্থা থাকে। সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে যেতে পারতেন ৷ তা না করে চলে আসতে হল এসএসকেমে ৷ তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?"

আরও পড়ুন:লোকসভা ভোটে বাংলায় শাহী টার্গেটকেও ছাপিয়ে গেলেন শুভেন্দু

এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে তথা নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট কারচুপি করার অভিযোগও তুলেছেন সেলিম। বিভিন্ন জায়গায় নকল ব্যালট পেপার ছাপার খবর আছে দাবি করে তিনি এ ব্যাপারে তাঁর দলের কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details