কোচবিহার, 18 মে:নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও খোলা ছিল কোচবিহার পুণ্ডিবাড়ি থানার অন্তর্গত ডোডেয়ার হাট বাজার । খবর পেয়ে সেখানে পৌঁছয় পুণ্ডিবাড়ি থানার পুলিশ ৷ সঙ্গে সঙ্গে বন্ধ করিয়ে দেওয়া হয় হাট-বাজার । একইসঙ্গে ব্যবসায়ীদের সতর্ক করা হয় ৷ নির্দিষ্ট সময় পেরিয়ে যাওযার পরও বাজার খোলা থাকলে, কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে ।
নির্দিষ্ট সময়ের পর বাজার খোলা কোচবিহারে, বন্ধ করাল পুলিশ - কোচবিহারের খবর
রাজ্যে জারি কার্যত লকডাউন ৷ এই অবস্থায় নির্দিষ্টি সময়ের পরেও বাজার খোলা থাকায় পুলিশ গিয়ে তা বন্ধ করে দিল কোচবিহারে ৷
নির্দিষ্ট সময়ের পর বাজার খোলা কোচবিহারে, বন্ধ করাল পুলিশ
আরও পড়ুন: বুকে ব্যথা , এসএসকেএম-এ ভর্তি করা হল সুব্রত মুখোপাধ্যায়কে
সপ্তাহে দু দিন মঙ্গলবার এবং শনিবার রয়েছে ডোডেয়ার হাট বাজার । এরইমধ্যে আজ মঙ্গলবার সকাল থেকে খোলা ছিল ডোডেয়ার বাজার । তবে সকাল দশটা বেজে গেলও বাজার চলছিল আর এই খবর পাওয়ার পরেই সেখানে পুলিশ উপস্থিত হয়ে বাজার বন্ধ করে দেয় ।