কলকাতা, 18 মে : লাইনের মেরামতি ও অন্য কাজের জন্য বাতিল করা হল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের একগুচ্ছ ট্রেন । হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস সহ প্রায় 14টি ট্রেন বাতিল করা হয়েছে ।
এক নজরে বাতিল ট্রেনগুলির তালিকা :
১. 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।
২. 12364 হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস।
৩. 15644 কামাখ্যা পুরী এক্সপ্রেস ।
৪. 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস ।
৫. 15640 কামাখ্যা পুরী এক্সপ্রেস ।
৬. 15639 পুরী কামাখ্যা এক্সপ্রেস ।