পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একগুচ্ছ ট্রেন বাতিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের - howrah

হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস সহ প্রায় 14টি ট্রেন বাতিল করা হয়েছে ।

ফাইল ফোটো

By

Published : May 18, 2019, 7:38 PM IST

Updated : May 18, 2019, 8:54 PM IST

কলকাতা, 18 মে : লাইনের মেরামতি ও অন্য কাজের জন্য বাতিল করা হল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের একগুচ্ছ ট্রেন । হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস সহ প্রায় 14টি ট্রেন বাতিল করা হয়েছে ।

এক নজরে বাতিল ট্রেনগুলির তালিকা :

১. 12363 কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস।

২. 12364 হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস।

৩. 15644 কামাখ্যা পুরী এক্সপ্রেস ।

৪. 15643 পুরী কামাখ্যা এক্সপ্রেস ।

৫. 15640 কামাখ্যা পুরী এক্সপ্রেস ।

৬. 15639 পুরী কামাখ্যা এক্সপ্রেস ।

৭. 15662 কামাখ্যা রাঁচি এক্সপ্রেস ।

৮. 15661 রাঁচি কামাখ্যা এক্সপ্রেস ।

৯. 13147 শিয়ালদা নিউ কোচবিহার উত্তরবঙ্গ এক্সপ্রেস ।

১০. 13148 উত্তরবঙ্গ এক্সপ্রেস ।

১১. 13173 শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ।

১২. 13174 আগরতলা শিয়ালদা এক্সপ্রেস ।

১৩. 13175 শিয়ালদা শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ।

১৪. 13176 শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ।

Last Updated : May 18, 2019, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details