কলকাতা, 23 জানুয়ারি: সুদূর হায়দরাবাদ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর টানে কলকাতার নেতাজি ভবনে এলেন এক যুবক । প্রায় 1 হাজার 900 কিমি বাইকে যাত্রা করে তিনি এখানে এসে পৌঁছেছেন ৷ গণপুরম কেতন নামে এই যুবক জানিয়েছেন, তিনি চান নেতাজির অন্তর্ধান রহস্য উদঘাটিত হোক । অবিলম্বে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত যাবতীয় ফাইল প্রকাশ্যে আনার অনুরোধ জানান হায়দরাবাদের এই যুবক (Hyderabad man pays tribute to Netaji)।
পেশায় আইনজীবী হায়দরাবাদের বাসিন্দা গণপুরম কেতন ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে হায়দরাবাদ থেকে বাইকে কলকাতা আসার সিদ্ধান্ত নেন তিনি ৷ এই যুবক জানিয়েছেন, তিনি গত 19 জানুয়ারি হায়দরাবাদ থেকে রওনা দেন ৷ কলকাতায় এসে পৌঁছন শনিবার রাতে ৷ তাঁর কথায়, "এই বাইক করে এতদূর এসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি ।"
তবে তাঁর এই সফরে নেতাজিকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি, কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন গণপুরম কেতন ৷ যার মধ্যে অন্যতম, নেতাজি সংক্রান্ত গোপন ফাইলগুলি প্রকাশ করা ও তাঁর অন্তর্দ্ধান রহস্যের সমাধান ৷ এই যুবকের কথায়, "আমি নেতাজিপ্রেমী । তাই আমার বেশ কিছু অনুরোধ আছে । আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি অবিলম্বে নেতাজি সুভাষচন্দ্র বসু ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংক্রান্ত যে ফাইলগুলি রয়েছে তা যেন সর্বসমক্ষে আনা হয় ৷" এছাড়াও, সমস্ত রাজ্যের নেতাজীর নামে মিউজিয়াম তৈরির দাবিও তিনি জানিয়েছেন ৷