পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Netaji Birth Anniversary: নেতাজিকে শ্রদ্ধা জানাতে হায়দরাবাদ থেকে বাইকে করে কলকাতায় যুবক - বাইকে করে কলকাতার নেতাজি ভবনে হায়দরাবাদের যুবক

সোমবার নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্ম বার্ষিকী ৷ তাঁকে শ্রদ্ধা জানাতে বাইকে চেপে হায়দরাবাদ থেকে কলকাতায় এসেছেন পেশায় আইনজীবী গণপুরম কেতন (Hyderabad to Kolkata on bike to pay tribute to Netaji)৷ নেতাজি ভাবনা প্রসঙ্গে এই যুবকের সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি সৌমিতা ভট্টাচার্য ৷

ETV Bharat
নেতাজিকে সম্মান জানাতে বাইক চালিয়ে হায়দরাবাদ থেকে কলকাতায় যুবক

By

Published : Jan 23, 2023, 6:33 PM IST

Updated : Jan 23, 2023, 7:15 PM IST

নেতাজিকে সম্মান জানাতে বাইক চালিয়ে হায়দরাবাদ থেকে কলকাতায় যুবক

কলকাতা, 23 জানুয়ারি: সুদূর হায়দরাবাদ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর টানে কলকাতার নেতাজি ভবনে এলেন এক যুবক । প্রায় 1 হাজার 900 কিমি বাইকে যাত্রা করে তিনি এখানে এসে পৌঁছেছেন ৷ গণপুরম কেতন নামে এই যুবক জানিয়েছেন, তিনি চান নেতাজির অন্তর্ধান রহস্য উদঘাটিত হোক । অবিলম্বে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত যাবতীয় ফাইল প্রকাশ্যে আনার অনুরোধ জানান হায়দরাবাদের এই যুবক (Hyderabad man pays tribute to Netaji)।

পেশায় আইনজীবী হায়দরাবাদের বাসিন্দা গণপুরম কেতন ৷ নেতাজি সুভাষচন্দ্র বসুর 126তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁকে শ্রদ্ধা জানাতে হায়দরাবাদ থেকে বাইকে কলকাতা আসার সিদ্ধান্ত নেন তিনি ৷ এই যুবক জানিয়েছেন, তিনি গত 19 জানুয়ারি হায়দরাবাদ থেকে রওনা দেন ৷ কলকাতায় এসে পৌঁছন শনিবার রাতে ৷ তাঁর কথায়, "এই বাইক করে এতদূর এসে নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমি আমার তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি ।"

তবে তাঁর এই সফরে নেতাজিকে (Netaji Subhas Chandra Bose) শ্রদ্ধাজ্ঞাপনের পাশাপাশি, কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছেন গণপুরম কেতন ৷ যার মধ্যে অন্যতম, নেতাজি সংক্রান্ত গোপন ফাইলগুলি প্রকাশ করা ও তাঁর অন্তর্দ্ধান রহস্যের সমাধান ৷ এই যুবকের কথায়, "আমি নেতাজিপ্রেমী । তাই আমার বেশ কিছু অনুরোধ আছে । আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছি অবিলম্বে নেতাজি সুভাষচন্দ্র বসু ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সংক্রান্ত যে ফাইলগুলি রয়েছে তা যেন সর্বসমক্ষে আনা হয় ৷" এছাড়াও, সমস্ত রাজ্যের নেতাজীর নামে মিউজিয়াম তৈরির দাবিও তিনি জানিয়েছেন ৷

আরও পড়ুন: ছদ্মবেশ দেখেছিলেন গোষ্ঠ পালের খেলা, প্রিয় ছিল আতর; চিনে নিন অচেনা সুভাষকে

এই যুবকের কথায়,"একটা মিউজিয়াম তৈরি করা হলে সেখান থেকে অনেক কিছু জানা যেতে পারে । তাঁর আসল আদর্শ বিষয়েও অবগত হবে ভবিষ্যৎ প্রজন্ম । নেতাজির জীবন নিয়ে আসল ঘটনা জানার অধিকার রয়েছে আমাদের ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও আবেদন, নেতাজির বিষয়ে বইতে যেন আসল সত্যিটা জানানো হয়। এই বিষয়গুলি জানার জন্যই আমি শুধু হায়দরাবাদ থেকে কলকাতায় এসেছি ৷"

জাপানের রাঙ্কোজি মন্দিরে নেতাজি সুভাষচন্দ্র বসুর অস্থি যদি সত্যিই রয়ে থাকে তবে তা দেশে ফিরিয়ে আনা উচিত বলেও মনে করেন গণপুরম কেতন ৷ বাইকে কলকাতায় আসার পথে প্রথমে এই যুবক থামেন অন্ধ্রপ্রদেশের আন্নাভারামে । তারপর বিশাখাপত্তনম হয়ে আসেন ভুবনেশ্বরে । সেখানে একরাত কাটিয়ে শনিবার রাতে আসেন কলকাতায় (Hyderabad to Kolkata on bike) ৷ প্রতিদিন তিনি প্রায় সাড়ে তিনশো থেকে চারশো কিলোমিটার এলাকা বাইক চালিয়ে অতিক্রম করেছেন তিনি । যুবক জানিয়েছেন, নেতাজিকে নিয়ে লেখা বিভিন্ন ভাষার বই তিনি পড়েছেন ৷ চান নেতাজি সম্পর্কে দেশের মানুষের কাছে আরও তথ্য পৌঁছক ৷

Last Updated : Jan 23, 2023, 7:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details