পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suicide Attempt at Girish Park Metro: গিরিশ পার্ক স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ ব্যক্তির, ব্যাহত পরিষেবা - গিরিশ পার্ক মেট্রো স্টেশন

গিরিশ পার্ক স্টেশনে মেট্রোর ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি ৷ যার জেরে সাময়িকভাবে ব্যাহত হয় ডাউন লাইনের মেট্রো পরিষেবা ৷

Kolkata Metro
মেট্রোর সামনে ঝাঁপ ব্যক্তির

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 11:33 AM IST

Updated : Sep 7, 2023, 11:48 AM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর:বৃহস্পতিবার মেট্রোর সামনে ঝাঁপ এক ব্যক্তির ৷ যার জেরে সকালবেলায় অফিসের ব্যস্ত সময়ে আবারও ছেদ পড়ল মেট্রো পরিষেবায় । আজ সকাল 9.55 মিনিট নাগাদ গিরিশ পার্ক মেট্রো স্টেশনের ডাউন লাইনে ঘটনাটি ঘটে ৷ এর ফলে সেখানে দাঁড়িয়ে পড়ে মেট্রো ৷ দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের ৷ তবে কিছুক্ষণের জন্য ব্যাহত হয় পরিষেবা । ফের মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ।

কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানা গিয়েছে, এ দিন সকালে এক ব্যক্তি আচমকাই দ্রুত গতিতে ছুটে আসা মেট্রোর সামনে ঝাঁপিয়ে পড়েন । খবর পাওয়া মাত্র দ্রুত আরপিএফ ও মেট্রোর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন ৷ তাঁরা এসে উদ্ধার কাজ শুরু করেন । সকাল 10.04 মিনিট থেকে পাওয়ার ব্লক নিয়ে উদ্ধার কাজ করা হয় । বন্ধ রাখা হয় ডাউন লাইনের পরিষেবা । 10.12 মিনিট নাগাদ রেকের প্রথম কোচের নীচ থেকে জীবিত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয় । এরপর তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে । 10.17 মিনিটে থার্ড রেলের বিদ্যুৎ সংযোগ করা হয় । তারপর 10.20 নাগাদ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷ ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলেই মনে করা হচ্ছে ৷ তবে কী কারণে এই পদক্ষেপ তা জানা যায়নি ৷

আরও পড়ুন:ফের মেট্রোয় ঝাঁপ, অফিস টাইমে চূড়ান্ত দুর্ভোগ

তবে এই প্রথম নয় এর আগেও দিনের ব্যস্ত সময়ে একাধিকবার মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হওয়ার ঘটনা ঘটেছে ৷ বেশি কিছুক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাণও গিয়েছে ৷ তবে এ দিনের ঘটনায় চালকের তৎপরতায় বরাত জোরে প্রাণে রক্ষা পেয়েছেন ওই ব্যক্তি ৷ আজ গিরিশ পার্ক স্টেশনে মেট্রো ঢোকার সময়ই ওই ব্যক্তি ঝাঁপ দেন ৷ সঙ্গে সঙ্গে চালক ব্রেক কষায় মেট্রো বেশি দূর এগোয়নি ৷ প্রথম কোচের নীচে ওই ব্যক্তি আটকে যান ৷ যার ফলে তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ কিন্তু তাঁর নাম পরিচয় জানা যায়নি ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

Last Updated : Sep 7, 2023, 11:48 AM IST

ABOUT THE AUTHOR

...view details