পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Man Died in Kolkata: পৌরনিগমের পরিত্যক্ত পাম্প হাউসের একাংশ ভেঙে মৃত্যু যুবকের, হাসপাতালে ফিরহাদ - রবীন্দ্র সরোবরে মৃত যুবক

Man Died in Rabindra Sarobar: বুধবার রাতে রবীন্দ্র সরোবরের পূর্ণদাস রোডে কলকাতা পৌরনিগমের আওতাধীন পরিত্যক্ত পাম্প হাউসের একাংশ ভেঙে পাপ্পু দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে ৷

ETV Bharat
হাসপাতালে ফিরহাদ

By

Published : Jul 26, 2023, 10:56 PM IST

কলকাতা, 26 জুলাই: কলকাতা পৌরনিগমের আওতাধীন পরিত্যক্ত পাম্প হাউসের একাংশ ভেঙে মৃত্যু হল যুবকের । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবরের পূর্ণদাস রোডে । মৃতের নাম পাপ্পু দাস (36)। পুলিসের দাবি, মৃত ব্যক্তি 3 নম্বর লেক কলোনির বাসিন্দা। স্থানীয়দের দাবি ওই যুবক আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ।

পরিত্যক্ত পাম্প হাউসের কাছে ওই যুবক কী করতে গিয়েছিলেন, তা জানা যায়নি ৷ এদিন রাতে আচমকাই পরিত্যক্ত ওই পাম্প হাউসের একাংশ ভেঙে পড়লে ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে যান ওই যুবক । গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা এসএসকেএম হাসপাতালে নিয়ে যান ৷ এদিন এই দুর্ঘটনার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম ৷

জানা গিয়েছে, 1 নম্বর পূর্ণদাস রোডে বহু বছরের পুরনো কলকাতা পৌরনিগমের জল সরবরাহ বিভাগের একটি পাম্প হাউস রয়েছে । এদিন আচমকা ওই পাম্প হাউসের ছাদের একাংশ ভেঙে পড়ে । নীচেই দাঁড়িয়ে ছিলেন পাপ্পু । তিনি চাপা পড়ে যান । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাযন স্থানীয়রা । সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।

আরও পড়ুন:নির্যাতিতা নাবালিকার মৃত্যু ঘিরে উত্তপ্ত কোচবিহার, তুঙ্গে রাজনৈতিক তরজা

এই ঘটনায় স্থানীয় 86 নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু বলেন, "ওই পাম্প হাউসের সামনে রাস্তায় কিছু খাবারের দোকান রয়েছে । বাড়িটি পরিত্যক্ত বলে ভিতরে অনেকেই জিনিসপত্র রেখে দেয় । ওই ভদ্রলোক সম্ভবত নীচে বসে কিছু খাচ্ছিলেন বা অন্য কারণেও সেখানে গিয়ে থাকতে পারেন । প্রত্যক্ষদর্শীরা ওনাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান ৷ তবে তাঁকে বাঁচানো যায়নি। উনি কলকাতার বাসিন্দা নন।"

এই খবর যায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম কাছেও । তিনি সেসময়ে কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে ছিলেন । সেখান থেকে এসএসকেএম হাসপাতালে মৃতকে দেখতে যান তিনি । হাসপাতালে ওই যুবককে নিয়ে আসা স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলেন । পরে ফিরহাদ সংবাদমাধ্যমকে জানান, একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে । শহরে এরকম আর কতগুলি পরিত্যাক্ত পাম্প হাউস রয়েছে, সেগুলি কারা কারা ব্যবহার করছে বা আদৌ কেউ ব্যবহার করছে কি না, তা পৌর কমিশনার বিনোদ কুমারকে খতিয়ে নির্দেশ দিয়েছেন মেয়র ৷

ABOUT THE AUTHOR

...view details