কলকাতা, 26 জুলাই: কলকাতা পৌরনিগমের আওতাধীন পরিত্যক্ত পাম্প হাউসের একাংশ ভেঙে মৃত্যু হল যুবকের । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবরের পূর্ণদাস রোডে । মৃতের নাম পাপ্পু দাস (36)। পুলিসের দাবি, মৃত ব্যক্তি 3 নম্বর লেক কলোনির বাসিন্দা। স্থানীয়দের দাবি ওই যুবক আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা ।
পরিত্যক্ত পাম্প হাউসের কাছে ওই যুবক কী করতে গিয়েছিলেন, তা জানা যায়নি ৷ এদিন রাতে আচমকাই পরিত্যক্ত ওই পাম্প হাউসের একাংশ ভেঙে পড়লে ধ্বংসাবশেষের তলায় চাপা পড়ে যান ওই যুবক । গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রত্যক্ষদর্শীরা এসএসকেএম হাসপাতালে নিয়ে যান ৷ এদিন এই দুর্ঘটনার খবর পেয়ে এসএসকেএম হাসপাতালে যান মেয়র ফিরহাদ হাকিম ৷
জানা গিয়েছে, 1 নম্বর পূর্ণদাস রোডে বহু বছরের পুরনো কলকাতা পৌরনিগমের জল সরবরাহ বিভাগের একটি পাম্প হাউস রয়েছে । এদিন আচমকা ওই পাম্প হাউসের ছাদের একাংশ ভেঙে পড়ে । নীচেই দাঁড়িয়ে ছিলেন পাপ্পু । তিনি চাপা পড়ে যান । আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাযন স্থানীয়রা । সেখানে তাঁকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ।