কলকাতা, 6 সেপ্টেম্বর : এক ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হল বেলেঘাটা এলাকায় । সাউথ ক্যানাল রোডের ফুটপাথে দেহটি পড়ে থাকতে দেখা যায় । খবর যায় পুলিশে । পুলিশকর্মীরা এসে দেহটি উদ্ধার করে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
বেলেঘাটায় উদ্ধার মৃতদেহ, তদন্তে পুলিশ - NIL RATAN COLLEGE AND HOSPITAL
বেলেঘাটার ফুটপাথে মিলল এক ব্যক্তির মৃতদেহ ।
প্রতীকী ছবি
জানা যায়, মৃতের নাম পাঁচু গোপাল চক্রবর্তী (55) । তাঁর বাড়ি বেলেঘাটার ডক্টর সুরেশ ব্যানার্জি রোড এলাকায় । প্রাথমিক তদন্তে প্রগতি ময়দান থানার পুলিশ তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন পায়নি । মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷