পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিক্ষককে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, শিয়ালদা থেকে গ্রেপ্তার যুবক - প্রতারণা

প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়া নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার অভিযুক্ত ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 11, 2019, 7:49 PM IST

Updated : Jul 11, 2019, 8:02 PM IST

কলকাতা, 11 জুলাই : চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা । প্রাথমিক শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । গতকাল শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত আমিরুল হোসেন খানকে ।

অভিযোগ, মাস চারেক আগে নলহাটির বাসিন্দা আবদুস সালাম নামে এক যুবককে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় গোসাবার আমিরুল হোসেন । তার বদলে আড়াই লাখ টাকা দাবি করে সে । আমিরুলের হাতে আড়াই লাখ টাকাও তুলে দেন আবদুস । সময় পেরিয়ে গেলেও চাকরি পাননি নলহাটির ওই যুবক । বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন । টাকা ফেরত চান । কিন্তু, ততদিনে গা ঢাকা দেয় অভিযুক্ত ।

গতকাল শিয়ালদায় আচমকাই আমিরুলকে দেখতে পান আবদুস । ধরে ফেলেন । খবর দেওয়া হয় আর্মহার্স্ট স্ট্রিট থানায় । গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে । তদন্তে নেমেছে পুলিশ ।

Last Updated : Jul 11, 2019, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details