কলকাতা, 17 অক্টোবর : আজ নবান্ন সভাঘরে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদানের মঞ্চ থেকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কার্নিভাল নিয়ে নাম না করে রাজ্যপালকে খোঁচাও দেন তিনি ৷ বলেন, "আমি সমালোচনাকে গ্রহণ করি, তবে তা যদি গঠনমূলক হয় ৷ নেতিবাচক চিন্তাধারাকে বিশ্বাস করি না ৷" এছাড়া, বাংলার দুর্গাপুজোকে বিশ্বের শ্রেষ্ঠ উৎসবের স্বীকৃতি দিচ্ছে UNESCO ৷ মঞ্চ থেকে এমনটাই দাবি করলেন মমতা ৷ তিনি বলেন, "আমি এটুকু শুনলেই খুশি হব, যখন গোটা পৃথিবীর মানুষ বলবে দুর্গাপুজো বাংলার শ্রেষ্ঠ উৎসব ৷"
আজ নবান্ন সভাঘরের এই অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা ৷ যোগ দিয়েছিলেন সাহিত্য ও সংস্কৃতি জগতের মানুষও ৷ বিশ্ব বাংলা পুরস্কার প্রাপক পুজো কমিটির কর্মকর্তাদের ভিড়ে ঠাসা ছিল গোটা অনুষ্ঠান প্রাঙ্গণ । সকলের উপস্থিতিতে বাংলার দুর্গাপুজো নিয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী । মঞ্চ থেকে তিনি বলেন, "পুজোর কর্তা-ব্যাক্তিরা আছেন তাঁরা মনে রাখবেন বাংলার দুর্গাপুজোয় UNESCO যোগ দিয়েছে । বাংলার পুজোকে শ্রেষ্ঠ উৎসব হিসেবে নিচ্ছে UNESCO ।"