পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Dhana Dhanya Auditorium: পয়লা বৈশাখের আগেই নববর্ষের উপহার ! লক্ষ্মীবারে ধনধান্য়ের উদ্বোধন মমতার - কলকাতা

নববর্ষের আগেই খুলে যাচ্ছে আলিপুরের ধনধান্য অডিটোরিয়াম ৷ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ কবে হবে সেই শুভ সূচনা ?

Mamata Banerjee will inaugurate Dhana Dhanya Auditorium before Bengali New Year
নববর্ষের উপহার

By

Published : Apr 9, 2023, 5:54 PM IST

কলকাতা, 9 এপ্রিল:দীর্ঘ অপেক্ষার অবসান ! বাংলা নববর্ষের আগেই খুলে যাচ্ছে আলিপুরের 'ধনধান্য অডিটোরিয়াম' ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুসারে চললে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 13 এপ্রিলই শঙ্খ আকৃতির এই অডিটোরিয়ামের উদ্বোধন করা হবে ৷ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে, নববর্ষের দু'দিন আগেই নতুন বছরের উপহার পেয়ে যাবে রাজ্যবাসী ৷ প্রসঙ্গত, এই অডিটোরিয়ামটির নির্মাণকাজ শেষ হয়েছিল আগেই ৷ বাকি ছিল শুধুমাত্র দু'টি ফটক তৈরির কাজ ৷ এত দিনে সেই কাজও শেষ হয়েছে ৷ তাই উদ্বোধনে আর দেরি করতে চায় না সংশ্লিষ্ট প্রশাসন ৷

2016 সালে শুরু হয়েছিল ধনধান্য অডিটোরিয়াম তৈরির কাজ ৷ আলিপুর সৌজন্যের ঠিক উলটোদিকে প্রায় 440 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ঝাঁ-চকচকে এই অডিটোরিয়াম ৷ এর গঠনশৈলীতে বাঙালি ঐতিহ্যের ঝলক যেমন রয়েছে, তেমনই এই অডিটোরিয়াম চত্বরে রয়েছে অত্যাধুনিক নানা ব্যবস্থাপনা ৷ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, রাজ্যের পূর্ত দফতর অডিটোরিয়ামের ফটক দু'টির নির্মাণকাজ আগে শেষ করতে না পারাতেই উদ্বোধনের দিন পিছিয়ে দেওয়া হয় ৷

ধনধান্য অডিটোরিয়ামের গঠনশৈলী ও কারিগরি সম্পর্কে তথ্য দিতে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই অডিটোরিয়ামের মূল কাঠামোটির মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা প্রায় 600 ফুট ! বিশ্বমানের এই অডিটোরিয়াম তৈরির জন্য গুজরাতের সুরাত থেকে দামি পাথর নিয়ে আসা হয় ৷ দিল্লির যে নির্মাণকারী সংস্থা বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণের মূল কাঠামো তৈরি করেছিল, তারাই এই ধনধান্য অডিটোরিয়াম তৈরি করেছে ৷ মূল কাঠামোটি ছ'তলার ৷ এটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে 6 হাজার মেট্রিক টন ইস্পাত ৷

আরও পড়ুন:তিলোত্তমায় এবার বারোমাস গঙ্গা আরতি, উদ্বোধন করলেন মমতা

ধনধান্য চত্বরে থাকছে দু'টি আলাদা অডিটোরিয়াম ৷ তার একটিতে সর্বাধিক 2 হাজার দর্শকের একত্রে বসার বন্দোবস্ত থাকছে ৷ অন্যটির আসন সংখ্য়া প্রায় 450 ৷ সঙ্গে রয়েছে একটি ওপেন থিয়েটার ৷ সেখানেও 300-র বেশি দর্শক বসে অনুষ্ঠান দেখতে পারবেন ৷ অডিটোরিয়ামের অন্দরের অংশটি সম্পূর্ণভাবে বাতানুকূল ৷ সঙ্গে থাকছে ব্যাংকোয়েট, ফুড কোর্ট ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ৷

ABOUT THE AUTHOR

...view details