কলকাতা, 9 এপ্রিল:দীর্ঘ অপেক্ষার অবসান ! বাংলা নববর্ষের আগেই খুলে যাচ্ছে আলিপুরের 'ধনধান্য অডিটোরিয়াম' ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুসারে চললে আগামী বৃহস্পতিবার অর্থাৎ 13 এপ্রিলই শঙ্খ আকৃতির এই অডিটোরিয়ামের উদ্বোধন করা হবে ৷ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেক্ষেত্রে, নববর্ষের দু'দিন আগেই নতুন বছরের উপহার পেয়ে যাবে রাজ্যবাসী ৷ প্রসঙ্গত, এই অডিটোরিয়ামটির নির্মাণকাজ শেষ হয়েছিল আগেই ৷ বাকি ছিল শুধুমাত্র দু'টি ফটক তৈরির কাজ ৷ এত দিনে সেই কাজও শেষ হয়েছে ৷ তাই উদ্বোধনে আর দেরি করতে চায় না সংশ্লিষ্ট প্রশাসন ৷
2016 সালে শুরু হয়েছিল ধনধান্য অডিটোরিয়াম তৈরির কাজ ৷ আলিপুর সৌজন্যের ঠিক উলটোদিকে প্রায় 440 কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ঝাঁ-চকচকে এই অডিটোরিয়াম ৷ এর গঠনশৈলীতে বাঙালি ঐতিহ্যের ঝলক যেমন রয়েছে, তেমনই এই অডিটোরিয়াম চত্বরে রয়েছে অত্যাধুনিক নানা ব্যবস্থাপনা ৷ কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, রাজ্যের পূর্ত দফতর অডিটোরিয়ামের ফটক দু'টির নির্মাণকাজ আগে শেষ করতে না পারাতেই উদ্বোধনের দিন পিছিয়ে দেওয়া হয় ৷