পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 30, 2023, 8:33 PM IST

Updated : Jul 30, 2023, 8:55 PM IST

ETV Bharat / state

Mamata Banerjee on Manipur: 'আমার হৃদয় ব্যথিত', মণিপুর নিয়ে কেন্দ্রকে বিঁধে বার্তা মমতার

মণিপুরবাসীর পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার এক টুইট-বার্তায় মণিপুর নিয়ে কেন্দ্রের নীরবতারও সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী ৷

Mamata Banerjee on Manipur
মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 30 জুলাই:পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার মণিপুরে গিয়েছে বিরোধী জোট 'ইন্ডিয়া'-এর 20 জন সদস্যের এক প্রতিনিধি দল ৷ রবিবারও সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ 'ইন্ডিয়া'র এই মণিপুর সফরের মাঝেই দেশের উত্তর-পূর্ব প্রান্তের এই হিংসা বিধ্বস্ত রাজ্যটিকে নিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাংলার মুখ্যমন্ত্রী রবিবার এক টুইট বার্তায় জানিয়েছেন, মণিপুরের হৃদয় বিদারক বিভিন্ন ঘটনার কথা শুনে তিনি ব্যথিত ৷

এদিন টুইটবার্তায় মমতা লেখেন, "মণিপুরের হৃদয় বিদারক বিভিন্ন ঘটনার কথা শুনে আমার হৃদয় ব্যথিত ৷ মানব জীবন এরকম হিংসাত্মক বিদ্বেষের ঘটনায় কষ্ট পাবে তা কাম্য নয় ৷ তবে যারা এখন ক্ষমতায় এতকিছুর পরেও তারা এখনও চুপ, তবুও এরমাঝে 'ইন্ডিয়া' যে সেই ক্ষত নিরাময়ের চেষ্টা করছে ও মানবিকতার মশাল যে এখনও জ্বলছে এটা সান্ত্বনার বিষয় ৷"

আরও পড়ুন: রাজ্যপালের কাছে ইন্ডিয়া জোট, অনুপ্রবেশ রুখতে মণিপুরে বায়োমেট্রিক চালু স্বরাষ্ট্রমন্ত্রকের

মানবিকতার খাতিরে মণিপুরবাসীর কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মণিপুরবাসীর পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি ৷ উল্লেখ্য, শনি ও রবি 2 দিনের মণিপুর সফর শেষে এদিনই দিল্লি ফেরার কথা ইন্ডায়ার প্রতিনিধি দলের ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেবও এই প্রতিনিধি দলে রয়েছেন ৷

আরও পড়ুন: মণিপুরের হিংসায় কেন্দ্র-রাজ্য উভয়কেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া', স্মারকলিপি রাজ্যপালকে

এদিকে রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে রবিবার রাজপথে নেমে মনিপুরের ঘটনার প্রতিবাদ জানায় তৃণমূল যুব কংগ্রেস ৷ তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষের নেতৃত্বে এদিন হাজরা থেকে অ্যাকাডেমিও ফাইন আর্টস পর্যন্ত মোমবাতি মিছিল করে তৃণমূল যুব কংগ্রেস । বাংলার শাসকদলের তরফ থেকে ইতিমধ্যেই মনিপুর ইস্যুতে বিভিন্ন শাখা সংগঠনগুলিকে ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে । আগেই তৃণমূল মহিলা কংগ্রেস এই মনিপুর ইস্যুতে উত্তর এবং দক্ষিণ কলকাতাতে মিছিল করেছে । রবিবার বিকেলে এই ইস্যুতে এবার পথে নামল তৃণমূল যুব কংগ্রেস । এদিন এই প্রসঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ জানান, মণিপুরে ডবল ইঞ্জিন সরকারের শাসনে মা-বোনেরা অত্যাচারিত । যেভাবে তাঁদের অসম্মান করা হচ্ছে তার বিরুদ্ধে এই মুহূর্তে সরব গোটা দেশ । মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন বাংলার প্রতিটি মানুষের কাছে মণিপুরের মানুষের অত্যাচারের কথা পৌঁছে দিতে । আর সে কারণেই এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে ।

Last Updated : Jul 30, 2023, 8:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details