কলকাতা, 20 সেপ্টেম্বর : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার 72 ঘণ্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করলেন বাবুল সুপ্রিয় ৷ সোমবার নবান্নে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করেন আসানসোলের বিজেপি সাংসদ ৷ দিদির উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত বাবুল ৷ মমতা-বাবুল সাক্ষাতের পরই উঠল ঝাড়মুড়ি প্রসঙ্গ৷ এর উত্তরে বাবুল বলেন, "দিদি আমাকে ইউরিয়া দেওয়া মুড়ি খেতে বারণ করেছেন ৷ তার পরিবর্তে গ্রামের মুড়ি খাওয়ার পরামর্শ দিয়েছেন ৷" পাশাপাশি মমতা তাঁকে গান চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন ৷
এতদিন বাবুল-মমতা ছিলেন রাজনীতির প্রতিপক্ষ ৷ কিন্তু এবার থেকে দিদির দলের হয়েই মাঠে নামছেন তিনি ৷ এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, "বিজেপিতে থাকলেও অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার একাধিকবার সাক্ষাৎ হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো নিয়ে একাধিকবার বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। অতএব তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ নতুন কিছু নয়। " রাজনীতির পাশাপাশি গান নিয়েও দিদির সঙ্গে কথা হয়েছে বলেও জানান বাবুল ৷ এ প্রসঙ্গে তিনি বলেন, "আমি মন খুলে কাজ করতেও পারব এবং গানও গাইতে পারব। আমাকে কী দায়িত্ব দেওয়া হবে বা কোন কাজ করতে হবে সেটা আগামিদিনে দিদি বলবেন।’’ রাজনীতি থেকে 'রিটায়ার্ড হার্ট' হয় বসে না-থেকে মানুষের জন্য কাজ করার ফের সুযোগ পেয়ে দিদি-অভিষেকের প্রতি তিনি কৃতজ্ঞ বলে জানান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। পুজোয় গান গাইবেন, তৃণমূলের কোনও গান গাওয়ার পরিকল্পনা রয়েছে কি না, এই প্রসঙ্গে বাবুল জানান, আমাকে যে গান গাইতে বলা হবে আমি সেই গান গাইব ৷
তবে এদিন মমতার সঙ্গে দেখা করার পরও পরিষ্কার হল না, কী দায়িত্ব দেওয়া হতে চলেছে বাবুলকে। অতীতের মতোই যাবতীয় প্রশ্ন এড়িয়ে এদিনও বাবুল জানান, যা দায়িত্ব দেওয়া হবে সময়েই তা জানতে পারবেন। তবে যে দায়িত্বই দেওয়া হোক না কেন তা তিনি পালন করবেন বলে জানান আসানসোলের সাংসদ ৷ এদিন মুখ্যমন্ত্রী তাঁর বাবার জন্য একটি বইও দিয়েছেন ৷ বাবুল জানান, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে খোলা মনে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। বাবুল বলেন, ‘‘অন্য শিবির থেকে এলেও আমার উপর যে ভরসা মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, তার মর্যাদা দেওয়ার চেষ্টা করব।’’