কলকাতা, 14 নভেম্বর: আরও একবার কেন্দ্রীয় সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । নবান্নে সাংবাদিক সম্মেলন করে সোমবার একশো দিনের কাজ (MNREGS), আবাসন প্রকল্প, জিএসটির (GST) প্রাপ্য অর্থ না দেওয়া-সহ একাধিক ইস্যুতে আরও একবার কেন্দ্রীয় সরকারকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত, সম্প্রতি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন । এদিন সেই বৈঠকের অগ্রগতি নিয়ে জানতে চাওয়া হলে জবাবে মুখ্যমন্ত্রী জানান, শুধু পঞ্চায়েত মন্ত্রী কেন, এই বিষয় নিয়ে তিনি নিজেও দিল্লি গিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে ৷ অথচ এর পরেও রাজ্যকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে । একের পর এক প্রকল্পে রাজ্যকে টাকা দেওয়া হচ্ছে না ।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‘100 দিনের টাকা এভাবে আটকে রাখা যায় না । এটা দেওয়াটা বাধ্যতামূলক । এখানে সাংবিধানিক বাধ্যবাধকতা আছে । তাই সত্ত্বেও কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না । কেন্দ্রের অসহযোগিতার কারণে বহু গরিব মানুষ কাজ পাচ্ছে না ।’’ তিনি তথ্য দেন, ‘‘কেন্দ্রীয় সরকারের অসহযোগিতা সত্ত্বেও রাজ্য সরকার প্রায় 28 লক্ষ মানুষকে বিকল্প কর্মসংস্থান দিয়েছে । এবং আগামিদিনে এই সংখ্যাটা আরও বাড়বে । এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘একান্তই ওরা যদি টাকা না দেয়, আমরা জানি কিভাবে কী করতে হয় ।’’