পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

WTC in Kolkata: কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের অফিস হবে, জানালেন মুখ্যমন্ত্রী - জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের শাখা কার্যালয় হবে, বুধবার সেই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata on World Trade Center) ৷ এদিন শিল্পপতিদের সঙ্গে এক বৈঠকে একথা জানিয়েছেন তিনি ৷

WTC in Kolkata
WTC in Kolkata

By

Published : Mar 15, 2023, 7:47 PM IST

কলকাতা, 15 মার্চ: বুধবার নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে রাজ্যবাসীকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন তিনি জানিয়ে দিলেন, এবার রাজ্যে খুলতে চলেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) শাখা । আগামী 21 মার্চ এই নিয়ে মউ সাক্ষরিত হতে চলেছে ।

নবান্ন সভাঘরের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার । এটা রাজ্যের মুকুটে নতুন পালক ।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 35 লক্ষ বর্গ ফুট জমিতে ওয়ার্ল্ড ট্রেন্ড সেন্টার তৈরি হবে । আর এজন্যে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ হবে৷ আনুমানিক 30 হাজার কর্মসংস্থান হবে ৷

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর তিনি শিল্প ও কর্মসংস্থানকেই বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন । কাজেই পরিকাঠামো সেক্টরকে আরও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার । এদিন এই বৈঠক থেকেই একাধিক করিডরের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । তিনি বলেন, ‘‘রাজ্যের পরিকাঠামো পুনর্গঠন করা হয়েছে । ন্যাশনাল হাইওয়ে ও স্টেট হাইওয়েগুলিকে এক্সপানশন করা হচ্ছে । তাজপুর পোর্টও তৈরি হচ্ছে । রাজ্যের শিল্প সম্ভাবনার কথা মাথায় রেখে তিনটে গুরুত্বপূর্ণ শিল্প করিডর গঠন করা হচ্ছে ।’’

তিনি জানান যে তার মধ্যে রয়েছে, রঘুনাথপুর-ডানকুনি-হলদিয়া-তাজপুর ইন্ডাস্ট্রিয়াল করিডোর (400 কিলোমিটার), ডানকুনি থেকে কল্যাণী 43 কিলোমিটার, ডানকুনি থেকে খড়গপুর 130 কিলোমিটার । এছাড়া উত্তরবঙ্গে দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত 769 কিলোমিটারের একটি করিডরের পরিকল্পনা রয়েছে । মুখ্যসচিব আরও জানিয়েছেন, ইন্ডাস্ট্রিয়াল করিডরের জন্য আট হাজার একর ল্যান্ড ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে । মুখ্যমন্ত্রী জানান, শিল্প করিডর তৈরির জন্য রাজ্যে আট হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে। তবে জোর করে জমি নেওয়ার প্রশ্ন নেই । এই ব্যাপারে সরকার তার পুরনো অবস্থান থেকে সরছে না ।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প অভাবনীয়ভাবে উন্নয়ন ঘটেছে । শুধু এই সেক্টরেই 41 লক্ষ লোকের কর্মসংস্থান হয়েছে । মুখ্যমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, টাটা হিতাচি জামশেদপুরে তাদের কারখানা বন্ধ করে পশ্চিমবঙ্গের খড়গপুরে চলে আসছে । এদিন সিলিকন ভ্যালি নিয়ে তাঁর ভাবনার কোথাও জানান মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, ‘‘সিলিকন ভ্যালিতে যারা জায়গা নিয়ে ফেলে রেখেছে, তাদের বলতে হবে হয় তারা শিল্প গড়ুক, না হলে জমি ফেরত নিয়ে নেওয়া হবে ।’’

আরও পড়ুন:21-23 নভেম্বর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, বিভিন্ন রাজ্যে প্রচারে হবে রোড শো

ABOUT THE AUTHOR

...view details