কলকাতা, 15 মার্চ: বুধবার নবান্ন সভাঘরে শিল্পপতিদের সঙ্গে বৈঠকে রাজ্যবাসীকে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । এদিন তিনি জানিয়ে দিলেন, এবার রাজ্যে খুলতে চলেছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের (World Trade Center) শাখা । আগামী 21 মার্চ এই নিয়ে মউ সাক্ষরিত হতে চলেছে ।
নবান্ন সভাঘরের এই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কলকাতায় নিজেদের দফতর করছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার । এটা রাজ্যের মুকুটে নতুন পালক ।’’ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 35 লক্ষ বর্গ ফুট জমিতে ওয়ার্ল্ড ট্রেন্ড সেন্টার তৈরি হবে । আর এজন্যে দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ হবে৷ আনুমানিক 30 হাজার কর্মসংস্থান হবে ৷
এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসার পর তিনি শিল্প ও কর্মসংস্থানকেই বাড়তি গুরুত্ব দিয়ে দেখছেন । কাজেই পরিকাঠামো সেক্টরকে আরও ঢেলে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার । এদিন এই বৈঠক থেকেই একাধিক করিডরের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । তিনি বলেন, ‘‘রাজ্যের পরিকাঠামো পুনর্গঠন করা হয়েছে । ন্যাশনাল হাইওয়ে ও স্টেট হাইওয়েগুলিকে এক্সপানশন করা হচ্ছে । তাজপুর পোর্টও তৈরি হচ্ছে । রাজ্যের শিল্প সম্ভাবনার কথা মাথায় রেখে তিনটে গুরুত্বপূর্ণ শিল্প করিডর গঠন করা হচ্ছে ।’’