কলকাতা, 11 সেপ্টেম্বর: চলতি মাসে সংসদের অধিবেশন ডেকেছে কেন্দ্রীয় সরকার । এই বিশেষ অধিবেশন নিয়ে রাজনৈতিক মহলে হাজারও জল্পনা রয়েছে । কিন্তু আগ বাড়িয়ে এই নিয়ে মন্তব্য করতে চান না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বরং এ বিষয়ে তিনি ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে চান । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার 12 দিনের জন্য বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই সফরে প্রথমে স্পেন এবং তারপর দুবাইয়ে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনকে সামনে রেখে বণিক মহলের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী । এই সফরের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত এবং ইন্ডিয়া প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করলেন মমতা ।
এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "দেখুন আমরাও আমাদের দেশকে ভারত বলি । কেউ ভারত বলল, তাতে কোনও অসুবিধা নেই । কিন্তু ওরা ইন্ডিয়াকে বাদ দিতে চাইছে । এটা ঠিক হচ্ছে না ।"
মুখ্যমন্ত্রী বলেন, "সংবিধানের প্রথম পাতাতেই বলা আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া । সংবিধান সংশোধন না করেই ইন্ডিয়াকে সরিয়ে দেওয়া হচ্ছে।" তাঁর মতে, সরকারের এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক ।
মুখ্যমন্ত্রী আজ স্পষ্ট করে দিয়েছেন যে, "কারও ভারত বলায় আমার আপত্তি নেই । কিন্তু ইন্ডিয়াকে বাদ দেওয়ারও কোনও প্রয়োজন নেই । আমাদের পাসপোর্টেও লেখা থাকে 'রিপাবলিকান অফ ইন্ডিয়া'। বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান লিখেছেন তার উপর দাঁড়িয়েই দেশ শাসিত হয় ৷ সেখানেও লেখা আছে এই ইন্ডিয়ার কথাই । দেশের মানুষ যার পছন্দ সে ইন্ডিয়া বলে, কেউ ভারত বলে, আমরা বাঙালিরা ভারতবর্ষ বলি-সবটাই যার যার পছন্দের বিষয় । আমরা ভারত মাতাকে কখনও অসম্মান করি না । তবে ভারত মাতার নাম সেখানে রয়েছে ।"
আরও পড়ুন:কী লেখা ছিল রাজ্যপালের গোপন চিঠিতে ? রহস্যের উদঘাটন মমতার
এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, কেন্দ্রের ইন্ডিয়া নামকে বাদ দেওয়ার যে উদ্যোগ, তার পেছনে ইন্ডিয়া জোটের ভীতি রয়েছে । বিরোধীদের জোটের কারণেই এই নাম বদলের পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী । বিজেপির প্রতীককে জি-টোয়েন্টিতে ব্যবহার করা নিয়েও সরব হয়েছেন তিনি । তাঁর কথায়, "পার্টির প্রতীককে জি-টোয়েন্টির লোগো বানিয়ে দিয়েছেন । এমনটা হওয়া উচিত নয় । একটা পার্টির সিম্বল কীভাবে একটা দেশকে প্রতিনিধিত্ব করতে পারে । আমি এর প্রতিবাদ করছি না, তবে এটা ভাবার দরকার ছিল ৷"