কলকাতা, 20 অক্টোবর: প্রায় 4 দিন পার করল টেট চাকরিপ্রার্থীদের আন্দোলন (TET Agitation)। করুণাময়ীতে প্রায় 72 ঘন্টা অনশনরত অবস্থায় রয়েছেন 2014 সালের চাকরিপ্রার্থীরা, অন্যদিকে আন্দোলনে নেমেছেন 2017 সালের টেট উত্তীর্ণরাও । দাবি, পালটা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই রণক্ষেত্র হয়ে উঠেছে সল্টলেক (Job seekers in do or die fight) । তারমধ্যেই আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমি তো এই নিয়ে কিছু বলতেই পারি না। কী বলব ৷ যা বলার ব্রাত্য (শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু) বলবে । আমি ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি । কোর্টে কেস চলছে । কোর্টের নির্দেশটাকেও আমরা সম্মান করি । আমি চাই কারও চাকরি না-যাক । আমি সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তাতে খুশি (Mamata Banerjee opens up about TET Agitation) ।"
প্রসঙ্গত, একদিকে 2014 টেট পাশ চাকরিপ্রার্থী, অন্যদিকে 2017 টেট পাশ চাকরিপ্রার্থী । সল্টলেকের দু'দিকে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিপ্রার্থীরা । যদিও এদিন সেই আন্দোলনস্থলের অনিতদূরে (সল্টলেক স্টেডিয়াম) এলেও আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেননি একসময় আন্দোলন করে বঙ্গের রাজনীতির রাজপথে প্রবেশ করা মমতা । বরং জানিয়ে দিয়েছেন, এদিন তাঁর অন্য কাজ রয়েছে । কালীপুজোর উদ্বোধনে যাবেন তিনি ।
অন্যদিকে, এদিন সকাল থেকেই সল্টলেকের 10 নম্বর ট্যাঙ্কের কাছে বিক্ষোভ দেখাতে থাকেন 2017 টেট পাশ চাকরিপ্রার্থীরা । পালটা সেই বিক্ষোভ থামাতে যায় পুলিশ । দু'পক্ষের মধ্যেই খণ্ডযুদ্ধ বেধে যায়, রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা । তবে 2017 সালের চাকরিপ্রার্থীদের দাবি, "ট্রেনিং নেওয়ার পর আমরা টেট পরীক্ষায় পাশ করেছি । 2014 সালের চাকরিপ্রার্থীরা ইতিমধ্যেই দু'বার ইন্টারভিউতে বসেছেন । কিন্ত আমাদের এখনও একবারও ইন্টারভিউ হয়নি । ফলে 2014 সালের চাকরিপ্রার্থীরা যদি আবার ইন্টারভিউতে অংশ নেন, তবে আমাদের সিট সংখ্যা অনেকটা কম যাবে । সেক্ষেত্রে যদি একসঙ্গে বসতে হয় তাহলে সিট সংখ্যা বাড়াতে হবে ।" তবে 2014 চাকরিপ্রার্থীরা বলেন, "ওদের দাবিকে আমরা সম্মান জানাচ্ছি । সবাই যোগ্য । আমরা একবার ইন্টারভিউ দিয়েছি । মুখ্যমন্ত্রীর বলেছিলেন 1 লক্ষ 20 হাজার সিট রয়েছে । তাহলে কেন নিয়োগ করতে সমস্যা হচ্ছে ?"
আমি ন্যায্য আন্দোলনকারীদের ভালোবাসি আরও পড়ুন: ঘোষিত প্রাইমারি টেট পরীক্ষার দিন, নিয়োগ প্রায় 11 হাজার শিক্ষক পদে
তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, এই দাবি কিছুতেই মানা সম্ভব নয় । বরং আগামিকাল থেকে ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে । সেখানে সবাই অংশ নিক । আইনি যে নিয়ম রয়েছে তা মেনেই নিয়োগ হবে । একই সঙ্গে তিনি জানিয়ে দেন, পর্ষদের পক্ষে সিট বাড়ানো কখনও সম্ভব নয় । যা সিদ্ধান্ত নেওয়ার সরকার নেবে । একই সুর শোনা গিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের গলাতেও ।