কলকাতা, 23 অগস্ট: মিজোরামে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া ঠিকাদারের বিরুদ্ধে পদক্ষেপের ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অভিযোগ করে জানান, টাকার লোভ দেখিয়ে বাংলার শ্রমিকদের নিয়ে যাওয়া হয়েছিল মিজোরামে। সেখানেই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত এই রাজ্যের 24 জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শুধু রতুয়ারই রয়েছেন 16 জন। ইংরেজবাজারের ছয় থেকে সাত জন রয়েছেন। আরও এক জায়গার রয়েছেন একজন।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, "আমরা ইতিমধ্যেই দেহ আনার ব্যবস্থা করেছি। দেহ এলে আলগা পৌঁছবে। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। পরিবারদের নিশ্চয়ই সাহায্য করব আমরা।" একই সঙ্গে, তিনি রেলের কাছে দাবি জানিয়েছেন, যদি রেলের কাজ করতে গিয়ে কেউ মারা যায় তাহলে একটা করে চাকরি রেলকে দিতে হবে। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, "আমরা দুর্ঘটনা নিয়ে রাজনীতি করতে চাই না। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। তবে যে ঠিকাদার এদের নিয়ে গিয়েছিল তাদের আমরা জেরা করব।"