কলকাতা, 13 অক্টোবর: উৎসবের মরশুমে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৈষম্য নিয়ে সরব হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তাঁর অভিযোগ ছিল বোনাস দেওয়ার ক্ষেত্রে রাজ্য এবং কলকাতা পুলিশের মধ্যে বৈষম্য করছে রাজ্য সরকার। সোশাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন তিনি। কিন্তু পালটা জবাব দিয়ে সোশাল মিডিয়াতেই নাম না করে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করার অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শুভেন্দুর এক্স হ্যান্ডেল-এ করা কটাক্ষ পোস্টের পালটা জবাব দিতে গিয়ে এক্স হ্যান্ডেলেই মুখ্যমন্ত্রী লিখেছেন, "কিছু অসত্ ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক দল এবং ব্যক্তি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কাজ করা কর্মচারীদের মধ্যে বিভেদ, শত্রুতা ও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমি আশ্বাস দিচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সম অঙ্ক অর্থাৎ 5 হাজার 300 টাকা বোনাস পাবেন।" একই সঙ্গে এদিন এই এক্স বার্তায় রাজ্যের আশা কর্মীদের বোনাসও ঘোষণা করেছেন তিনি। এক্ষেত্রেও তাদের বোনাসের পরিমাণ পাঁচ হাজার 300 টাকা করা হয়েছে ৷