পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: 'বিভাজনের চেষ্টা', সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৈষম্যে শুভেন্দুকে পালটা খোঁচা মমতার - Mamata

Mamata Hits Back Suvendu: শুভেন্দুর বক্তব্য থেকে স্পষ্ট ছিল তাঁর আক্রমণের তির সরাসরি রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। পালটা এর জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রীও। তবে এক্ষেত্রে তিনি বিরোধী দলনেতার নাম মুখে আনেননি। অথচ বুঝিয়ে দিয়েছেন তাঁর সরকার বোনাসের ক্ষেত্রে রাজ্য এবং কলকাতা পুলিশের মধ্যে কোনও বৈষম্য করে না।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 7:38 PM IST

কলকাতা, 13 অক্টোবর: উৎসবের মরশুমে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৈষম্য নিয়ে সরব হয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক্ষেত্রে তাঁর অভিযোগ ছিল বোনাস দেওয়ার ক্ষেত্রে রাজ্য এবং কলকাতা পুলিশের মধ্যে বৈষম্য করছে রাজ্য সরকার। সোশাল মিডিয়ায় এই নিয়ে সরব হয়েছিলেন তিনি। কিন্তু পালটা জবাব দিয়ে সোশাল মিডিয়াতেই নাম না করে বিরোধী দলনেতার বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করার অভিযোগ তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুভেন্দুর এক্স হ্যান্ডেল-এ করা কটাক্ষ পোস্টের পালটা জবাব দিতে গিয়ে এক্স হ্যান্ডেলেই মুখ্যমন্ত্রী লিখেছেন, "কিছু অসত্‍ ও উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক দল এবং ব্যক্তি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে কাজ করা কর্মচারীদের মধ্যে বিভেদ, শত্রুতা ও বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমি আশ্বাস দিচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়াররাও কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের সম অঙ্ক অর্থাৎ 5 হাজার 300 টাকা বোনাস পাবেন।" একই সঙ্গে এদিন এই এক্স বার্তায় রাজ্যের আশা কর্মীদের বোনাসও ঘোষণা করেছেন তিনি। এক্ষেত্রেও তাদের বোনাসের পরিমাণ পাঁচ হাজার 300 টাকা করা হয়েছে ৷


এদিন দুপুরেই শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছিলেন, "পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার 300 টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দুই হাজার টাকা করে। এটা কেমন বিচার ? দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট ? কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার 5300 টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনও আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনও বৈষম্য চলবে না।"

আরও পড়ুন: দিল্লি-কলকাতায় কন্ট্রোলরুম, যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফেরা বঙ্গসন্তানদের পাশে মমতা
সেদিন শুভেন্দুর বক্তব্য থেকে স্পষ্ট ছিল তাঁর আক্রমণের তির সরাসরি রাজ্যের পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। পালটা এর জবাব দিলেন মুখ্যমন্ত্রীও।

ABOUT THE AUTHOR

...view details