কলকাতা, 15 ফেব্রুয়ারি: রবিবার রাত থেকেই বারবার সংবাদ শিরোনামে উঠে আসছিলেন রাজ্যপালের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী (Nandini Chakraborty) । কারণ, রাজভবন তাঁকে অব্যাহতি দেওয়ার পরও সরকারের তরফ থেকে তাঁকে বদলির বিজ্ঞপ্তি জারি করা হচ্ছিল না । ফলে একটা সংকটের মধ্যে পড়েছিলেন এই আমলা । এমনকি এও শোনা যাচ্ছিল যে রাজভবন (Rajbhaban) তাঁকে অব্যাহতি দেওয়ার পরও চাকরির বাধ্যবাধকতা থেকেই তিনি রাজভবনে থেকে গেলেও এই ঘটনাকে ভালো চোখে দেখছেন না রাজ্যপাল ।
ফলে তাঁর বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগ উঠতে পারে । এমনকি রাজ্যপাল চাইলে তাঁকে ‘ট্রেসপাসার’ আখ্যা দিতে পারে । রাজনৈতিক মহল এমতাবস্থায় এমন বক্তব্য রাখতে শুরু করেছিল যে রাজভবন ও সরকারের সংঘাতে বলি হচ্ছেন নন্দিনী চক্রবর্তী । অবশেষে সংকট মুক্তি ঘটল । নতুন পদ পেলেন নন্দিনী চক্রবর্তী । একই সঙ্গে তাঁকে ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তারও অবসান হল এবার । যতদূর জানা যাচ্ছে, নন্দিনী চক্রবর্তীকে রাজভবন থেকে সরিয়ে এবার পর্যটন দফতরের (Tourism Department) প্রধান সচিবের দায়িত্ব দিল রাজ্য সরকার । প্রসঙ্গত, আগেও এই দফতরের দায়িত্ব সামলেছেন নন্দিনী চক্রবর্তী । আবারও তার পরিচিত দফতরেই তাঁকে পুনর্বহাল করা হল ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, গতকাল দিল্লি থেকে ফিরেই নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদির সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Bengal Governor CV Ananda Bose) । সেই সময়ই বার্তা দেওয়া হয় এই আমলাকে যেন দ্রুত সরিয়ে নেওয়া হয় । এদিন রাজ্য বিধানসভায় ছিল বাজেট । বিধানসভাতেই বাজেটের আগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক । এরপরেই নবান্নের তরফে নন্দিনীর বদলি নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয় ।