পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্ত্রাসের উলঙ্গ চিতা জ্বালাচ্ছে BJP : মমতা - cid

নিমতায় নিহত তৃণমূল নেতা নির্মল কুণ্ডুর বাড়িতে গেলেন মমতা । সেখান থেকেই রাজ্যে সন্ত্রাস প্রসঙ্গে BJP-কে আক্রমণ করেন তিনি ।

ফাইল ফোটো

By

Published : Jun 6, 2019, 8:14 PM IST

Updated : Jun 6, 2019, 9:15 PM IST

কলকাতা, 6 জুন : নিমতায় তৃণমূল নেতা খুনে সরাসরি BJP-কে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । খুনের ঘটনায় CID তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি বাংলার সংস্কৃতিকে BJP অপমান করছে বলেও মন্তব্য করলেন তৃণমূল নেত্রী ।

আজ নিমতায় নিহত নির্মল কুণ্ডুর বাড়িতে যান মমতা । সঙ্গে ছিলেন সৌগত রায়, দোলা সেন, জ্যোতিপ্রিয় মল্লিক, চন্দ্রিমা ভট্টাচার্য, তাপস রায়, সুজিত বসুর মত শীর্ষ নেতারা । ছিলেন CID এবং কলকাতা পুলিশের শীর্ষ কর্তারাও । নিহত তৃণমূল নেতার পরিবারের সঙ্গে দেখা করার পর খুনের বিষয়টি নিয়ে সরাসরি BJP-কে আক্রমণ করেন মমতা । BJP 'সন্ত্রাসের উলঙ্গ চিতা জ্বালাচ্ছে' বলেও মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো । একই সঙ্গে তাঁর মন্তব্য, "বাংলা সন্ত্রাসের জায়গা নয় । শান্তির জায়গা ।"

এই সংক্রান্ত আরও খবর : নিমতায় স্থানীয় তৃণমূল নেতাকে গুলি করে খুন

এদিন সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচন প্রসঙ্গেও BJP-কে নিশানা করতে ছাড়েননি মমতা । ভোট শেষ হওয়ার পরেই BJP সন্ত্রাস চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি । পাশাপাশি এবারের ভোটে BJP কারসাজি করে রাজ্যে 18টি আসন পেয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী । এ প্রসঙ্গে মমতার দাবি, "হাজার হাজার কোটি টাকা খরচ করে যেভাবে ভোট করেছে BJP, আগামী দিনে সবই স্পষ্ট হয়ে যাবে ।"

এই সংক্রান্ত আরও খবর : বিজয় মিছিলে নিষেধাজ্ঞা মমতার; "জোর করে করব", বললেন দিলীপ

BJP-কে আক্রমণ করে মমতা বলেন, "রাজনীতি মানে গুন্ডামি নয় । তৃণমূল কংগ্রেস গুন্ডামির রাজনীতিতে বিশ্বাস করে না ।" মঙ্গলবার দুষ্কৃতী হামলায় নিহত হয়েছিলেন তৃণমূল নেতা নির্মল কুণ্ডু । বিষয়টি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছিল BJP । পাশাপাশি তৃণমূল BJP-কে কাঠগড়ায় তোলে । নির্মল কুণ্ডু খুনে যখন রাজ্য রাজনীতিতে ঝড়ের আভাস তখনই তাঁর বাড়িতে গেলেন তৃণমূল নেত্রী । ভোট পরবর্তী বাংলার মাটিতে একটু আলগা হতে থাকা রাশ ফের শক্ত করে ধরার চেষ্টা করলেন মমতা । নির্মল কুণ্ডু খুনকে হাতিয়ার করে BJP-র দিকে চ্যালেঞ্জ ছোড়ার রাস্তাতেই মমতা হাঁটতে চলেছেন বলেই মত রাজনৈতিক মহলের ।

Last Updated : Jun 6, 2019, 9:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details