কলকাতা, 27 জুলাই:পঞ্চায়েত নির্বাচনে কারচুপির অভিযোগের জবাব দিতে গিয়ে বিধানসভা ভোটকে টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আজ বিধানসভায় এ বিষয়ে বলতে গিয়ে তিনি তুলে ধরলেন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ফলাফলের প্রসঙ্গ ৷ তাঁর অভিযোগ, বিধানসভা ভোটের গণনার সময় নন্দীগ্রামে আলো বন্ধ করা হয়েছিল ৷ নন্দীগ্রামের ফলাফল নিয়ে তাঁর প্রশ্ন, "কী করে দু ঘণ্টা লাইট অফ হওয়ার পরই ফল বদলে গেল ?" মমতা বলেন, বিষয়টি বিচারাধীন ।
সরকারকে আক্রমণ শুভেন্দুর: রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি জানিয়েছিল বিরোধীরা ৷ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেই আলোচনার অনুমতি দেওয়ার পর পঞ্চায়েত নির্বাচনে হিংসার যে অভিযোগ উঠেছে, তা নিয়ে বিধানসভায় আলোচনা শুরু হয় বৃহস্পতিবার ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনায় শাসকদলকে দায়ী করে তিনি বলেন, "এ বার ভোটে যা করেছেন, আগামী বছর সুদে আসলে তার হিসেব দিতে হবে ৷"
দায় ঠেললেন কমিশনের দিকে: পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে শুভেন্দুর আক্রমণের পরই বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনে হিংসার দায় রাজ্য নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলে দিয়ে মমতা বলেন, "যাঁরা বললেন তাঁরা শুধু তৃণমূলকে গালাগাল দিলেন ৷ কেন্দ্র যেমন ভোট করায় না, রাজ্য সরকারও তেমন নির্বাচন কন্ডাক্ট করে না ৷"