পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

21st July TMC Shahid Diwas: 13 শহিদকে শ্রদ্ধাঞ্জলি মমতার, শ্রদ্ধার্ঘ্য জানালেন অভিষেকও - 21st July TMC Shahid Diwas

তৃণমূলের শহিদ দিবসে নিহতদের শ্রদ্ধাঞ্জলি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় একটি পোস্টে তাঁদের শ্রদ্ধার্ঘ্য জানান মুখ্যমন্ত্রী ৷ নিহতদের শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

21st July TMC Shahid Dibas ETV BHARAT
21st July TMC Shahid Dibas

By

Published : Jul 21, 2023, 11:13 AM IST

Updated : Jul 21, 2023, 3:21 PM IST

কলকাতা, 21 জুলাই: 1993 সালে নিহত 13 জনকে শ্রদ্ধাঞ্জলি জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সামাজিক মাধ্যমে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘‘পুলিশের বর্বোরোচিত অত্যাচার এবং নির্মন গুলিতে অকালে প্রাণ হারানোর শহিদদের বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ৷ এ দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশাল মিডিয়ায় 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জনকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন ৷

আজ তৃণমূলের শহিদ দিবসে নিহত 13 জন কর্মীকে স্মরণ করে সোশাল মিডিয়ায় শ্রদ্ধা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যেখানে 1993 সালের 21 জুলাই পুলিশের গুলিতে নিহত 13 জনের নাম উল্লেখ করেছেন তিনি ৷ সেই সঙ্গে বাম শাসনকালে হওয়া সেই রক্তক্ষয়ী ঘটনার কথাও উল্লেখ করেছেন ৷ মমতা তাঁর পোস্ট করা ছবিতে শ্রদ্ধার্ঘ্য বার্তায় লেখেন, "বীর শহিদদের শ্রদ্ধাঞ্জলি ৷ 1993 সালের 21 জুলাই আমাদের 13 জন সহযোদ্ধা সিপিএমের পুলিশের বর্বোরোচিত অত্যাচার এবং নির্মম গুলিতে অকালে প্রাণ হারান ৷ তাঁদের বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি ৷"

শহিদ দিবসে ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধাঞ্জলি

পাশাপাশি, আজ ধর্মতলার ওয়াই-চ্যানেলে 21 জুলাইয়ের সমাবেশে রাজ্যবাসীকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ তবে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নন ৷ তৃণমূলের সর্ব-ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একটি পোস্ট করেছেন আজ সকালে ৷ সেখানে তিনি লিখেছেন, "শহিদ দিবস, দিনটা সহনশীলতার, যা আমাদের হৃদয়ে অগণতি আবেগের সঞ্চার করে ! আজকের দিনে বাংলার 13 জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি, যাঁরা অত্যাচারী শাসকের সঙ্গে লড়াই করার সময় এবং গণতান্ত্রিক নীতিকে তুলে ধরতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন ৷"

আরও পড়ুন:21 জুলাইয়ের মঞ্চ থেকেই লোকসভার সুর বাঁধছে তৃণমূল, পদ্মের বিরুদ্ধেও বাড়বে ঝাঁঝ

প্রতিবছরের ন্যায় এবারেও ধর্মতলার ওয়াই চ্যানেলে 21-এর মঞ্চে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর এটি চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের শেষ শহিদ স্মরণ ৷ যে মঞ্চ থেকে আগামী লোকসভা নির্বাচন এবং বিরোধী জোট ‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অবস্থান পেশ করবেন ৷ কেন্দ্রে এই বিরোধী জোটে কংগ্রেস ও বামেরাও রয়েছে ৷ সেখানে রাজ্য রাজনীতিতে কংগ্রেস ও বামদের বিরোধিতা করে এসেছেন মমতা ৷ ফলে লোকসভার নিরিখে এ রাজ্যে বিজেপি বিরোধী লড়াইয়ে মমতা কংগ্রেস ও বামেদের সঙ্গে থাকেন কিনা, সেই চিত্রটা কিছুটা হলেও স্পষ্ট হবে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

Last Updated : Jul 21, 2023, 3:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details