কলকাতা, 28 নভেম্বর: সামাজিক অনুষ্ঠান তথা ব্যক্তিগত নিমন্ত্রণ রক্ষা করার ফাঁকেই সোমবার হস্তশিল্প মেলায় ঢুঁ মারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee and Abhishek Banerjee is at Handicraft Fair in Kolkata)। এদিন তার সঙ্গে হস্তশিল্প মেলায় উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ।
সোমবার বিকেলে নবান্নে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর দু'জনে মিলেই একটি সামাজিক অনুষ্ঠান তথা ব্যক্তিগত নিমন্ত্রণ রক্ষা করতে ইকোপার্ক সংলগ্ন মিষ্টিকা ব্যাঙ্কোয়েটে যান । সেখান থেকেই ফেরার পথে হস্তশিল্প মেলায় আসেন মুখ্যমন্ত্রী এবং অভিষেক । প্রতি বছরই এই সময় হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় ইকোপার্কে । রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা আসেন এই মেলায় ।