পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভারত "ভাইয়ের বাড়ি", মুক্তিযুদ্ধের স্মৃতিতে মগ্ন সালাউদ্দিন - সেনাবাহিনীর বিজয়দিবসের মহড়া

সেনাবাহিনীর বিজয়দিবসের মহড়া অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সৈনিক মহম্মদ সালাউদ্দিন । মহড়া দেখতে দেখতে তাঁর স্মৃতিতে তখন বঙ্গবন্ধু, পাকিস্তানের গণহত্যা, ভোররাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আগরতলায় পৌঁছে যাওয়ার মতো সমস্ত অভিজ্ঞতার কথা । নিজের সেই অভিজ্ঞতার কথাই শোনালেন ETV ভারতকে ।

Mahammad Salauddin
মহম্মদ সালাউদ্দিন

By

Published : Dec 15, 2019, 11:11 PM IST

Updated : Dec 16, 2019, 7:10 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর : সেনাবাহিনীর বিজয় দিবস অনুষ্ঠানের মহড়া । রেসকোর্সের মাঠে তখন একের পর এক চপার নামছে, আবার উড়ান দিচ্ছে । যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী কী ভাবে হেলিকপ্টার এবং চপার ব্যবহার করে তারই মহড়া করে দেখানো হচ্ছিল । আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সৈনিক মহম্মদ সালাউদ্দিন । মহড়া দেখতে দেখতে তাঁর স্মৃতিতে তখন বঙ্গবন্ধু, পাকিস্তানের গণহত্যা, ভোররাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে আগরতলায় পৌঁছে যাওয়ার মতো সমস্ত অভিজ্ঞতার কথা । নিজের সেই অভিজ্ঞতার কথাই শোনালেন ETV ভারতকে ।

রেসকোর্সে সেনাবাহিনীর বিজয়দিবসের মহড়া

বর্তমানে বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান মহম্মদ সালাউদ্দিন । বয়স 60-এর গণ্ডি পেরিয়েছে । মুক্তিযুদ্ধেরও কেটে গেছে অনেকগুলো বছর । কিন্তু আজও তাঁর সেনা জীবনের স্মৃতি ফিকে হয়ে যায়নি । বিজয়দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর তরফে আমন্ত্রণ পেয়ে তাঁর সেই স্মৃতি বার বার ফিরে আসছে । মুক্তিযুদ্ধের সময় কলেজে পড়াশোনা করছেন সালাউদ্দিন । কিন্তু স্বাধীনতার অপেক্ষায় মন তখন চঞ্চল । উদভ্রান্তের মতো দিকবিদিক ঘুরে বেড়াচ্ছেন । তারপরই এল সেই দিন । 1971 সালের 26 মার্চ । বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন শেখ মুজিবর । এই শেখ মুজিবরের বড় ছেলে শেখ কামালের সঙ্গেই ছাত্রজীবন কাটিয়েছেন সালাউদ্দিন । ঢাকা কলেজ থেকে পাস কোর্সে ডিগ্রি করেছেন দু'জনে । বঙ্গবন্ধু শেখ মুজিবরকে সামনে থেকে দেখেছেন । অনুপ্রাণিত হয়েছেন ।

ভিডিয়োয় শুনুন বাংলাদেশ মুক্তিযুদ্ধের সৈনিকের অভিজ্ঞতার কথা...

ETV ভারতের সঙ্গে কথা বলার সময় ভারতকে "ভাইয়ের বাড়ি" বলে সম্বোধন করলেন মহম্মদ সালাউদ্দিন । বলেন, "এটা নিজের দেশ । এসে ভালোই লাগছে । মনে হচ্ছে ভাইয়ের বাড়িতে ঘুরতে এসেছি ।" একইসঙ্গে CAA ও NRC প্রসঙ্গে তিনি বলেন, "এটা ভারতবর্ষের অভ্যন্তরীণ বিষয় । ভারত আমাদের বন্ধু রাষ্ট্র । মানবতার জয় হোক, শুধু এটাই বলতে চাই । "

আজ বিজয় দিবসের অনুষ্ঠানে শুধু মহম্মদ সালাউদ্দিন আমন্ত্রিত ছিলেন না । বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল । মহড়ায় উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও । বাংলাদেশে থেকে আগত অতিথিদের সঙ্গে কথাও বলেন তিনি ।

Last Updated : Dec 16, 2019, 7:10 AM IST

ABOUT THE AUTHOR

...view details