কলকাতা, 27 অক্টোবর: মাথা জোড়া টাক ৷ পরনে খাটো ধুতি ৷ চোখে গোল ফ্রেমের চশমা ৷ হাতে লাঠি ৷ মা কালীর মণ্ডপের (Kali Puja 2022) সামনে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং মহাত্মা গান্ধি (Mahatma Gandhi) ! তাঁর সারা শরীরে রুপোলি রং ৷ এক ঝলক দেখলে মনে হবে, প্রমাণ আকারের কোনও গান্ধিমূর্তি ৷ কিন্তু, আদতে এই মূর্তি জীবন্ত ! জাতির জনকের বেশে যিনি ঠায় দাঁড়িয়ে রয়েছেন, তিনি একজন শিল্পী ৷ প্রৌঢ় সেই মডেলের নাম শ্রীদাম মণ্ডল ৷ তাঁকে গান্ধি সাজার বরাত দিয়েছে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিটের সাধারণ শ্রী শ্রী কালীপুজো কমিটি ৷ কিন্তু, কেন এই আয়োজন ? উদ্যোক্তারা জানালেন, দুর্গাপুজোর সময় কলকাতারই একটি পুজো কমিটি গান্ধিজির আদলে অসুরের মুখমণ্ডল গড়েছিল ৷ তারই জবাব দিতে এই উদ্যোগ ৷ একটা সময় প্রয়াত কংগ্রেস নেতা সোমেন মিত্র এই কালীপুজোর সঙ্গে যুক্ত ছিলেন ৷
প্রসঙ্গত, হিন্দু মহাসভার তরফে এবছরই প্রথম দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল ৷ কসবার রুবি কানেক্টরের কাছে ছিল তাদের মণ্ডপ ৷ সেই পুজোমণ্ডপেই মহাত্মা গান্ধিকে অসুর রূপে উপস্থাপিত করা হয় ! সপ্তমীর রাতের সেই ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। শুরু হয় বিতর্ক ৷ চাপের মুখে অসুরের মুখে বদল আনতে বাধ্য হন উদ্যোক্তারা ৷