পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৌরনিগমে শোভন-ম্যাথু সাক্ষাৎ হয়েছিল ? ৩ পৌরকর্মীকে জিজ্ঞাসাবাদ CBI-এর - hovan chattopadhyay

নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিয়ো প্রকাশ করেন তাতে দেখা যায়, তোয়ালেতে জড়িয়ে টাকা নিচ্ছেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় ।সেই ফুটেজ় মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু । তদন্তে নেমে CBI জানতে পারে, VVIP করিডরে কোনও CCTV ছিল না । ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা । সেই সূত্রেই চার কর্মীকে ডেকে পাঠায় CBI ।

ফাইল ফোটো

By

Published : Jul 12, 2019, 6:25 PM IST

কলকাতা, 12 জুলাই : নারদকাণ্ডে এবার তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে দিল CBI । 2014-2019 পর্যন্ত পৌরনিগমের VVIP করিডরের দায়িত্বে থাকা তিনকর্মী হাজিরা দিলেন CBI দপ্তরে ।

নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েল যে ভিডিয়ো প্রকাশ করেন তাতে দেখা যায়, তোয়ালেতে জড়িয়ে টাকা নিচ্ছেন তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায় । সেই ফুটেজ মেয়রের অ্যান্টি চেম্বারে তোলা হয় বলে দাবি করেন ম্যাথু । তদন্তে নেমে CBI জানতে পারে, VVIP করিডরে কোনও CCTV ছিল না । ফলে তদন্তে তাদের ভরসা করিডরের দায়িত্বে থাকা কর্মীরা । সেই সূত্রেই চারকর্মীকে ডেকে পাঠায় CBI । মেয়রকে চিঠি দেন তদন্তকারী আধিকারিক রঞ্জিত কুমার ।

আজ নিজ়াম প্যালেসে হাজিরা দেন তৎকালীন মেয়রের আপ্তসহায়ক তথা অফিসার অন স্পেশাল ডিউটি অম্লান লাহিড়ী । সঙ্গে যান দিনদয়াল সিং এবং প্রিয়জিৎ ঘোষ । তাঁদের কাছে তদন্তকারীরা জানতে চান, ম্যাথু পৌরনিগমে গেছিলেন কি না । পাশাপাশি জানতে চান আরও কিছু তথ্য । এক কর্মী আজ যাননি । তাঁকে পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।

ABOUT THE AUTHOR

...view details