কলকাতা, 9 জুলাই: পুনর্নির্বাচনের দাবিতে সরব বামেরা ৷ শনিবার রাতেই এই দাবি তুলেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ পাশাপাশি সাধারণ মানুষ, এমনকী মা-বোনেরাও নির্বাচন কেন্দ্রের সুরক্ষারয় যে অনমনীয় মনোভাব দেখিয়েছেন তাকে কুর্নিশ জানিয়েছেন এই প্রবীণ বামনেতা ৷ ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বামেদের তরফে বিবৃতি জারি করা হয়।
তাতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, "রাজ্যে দশম ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নানা ধরনের প্রতিবন্ধকতা ছিল। একদিকে তৃণমূল কংগ্রেসের বাধা এবং অন্যদিকে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের অপটু নির্বাচন পরিচালনার ব্যর্থতাকে উপেক্ষা করে গ্রামবাংলার জনগণ যেভাবে উৎসাহ সহকারে প্রতিবাদী মেজাজে ভোটদানে অংশগ্রহণ করেছেন, তার জন্য বামফ্রন্টের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন জানাই ৷" তিনি আরও জানান, নির্বাচনে সাধারণ মানুষ, এমনকী মা-বোনেরাও নির্বাচন কেন্দ্রের সুরক্ষার দাবিতে অনমনীয় মনোভাব দেখিয়েছেন ৷
বামের তরফে আরও জানানো হয়, তৃণমূলের দুষ্কৃতীরা প্রচারের থেকে শুরু করে নির্বাচনের দিন পর্যন্ত গ্রামীণ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার লক্ষ্যে যে হামলা-আক্রমণ সংগঠিত করেছে, তাকে মোকাবিলা করেই গ্রাম বাংলার মানুষ নিজেদের জীবন বাজি রেখে যেভাবে ভোটদানে অংশ নিয়েছেন । এই বিষয়টি অভিনন্দনযোগ্য ৷