নিউটাউন, 21 জানুয়ারি: শিক্ষক দুর্নীতি মামলায় তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করল ইডি ৷ শুক্রবার কুন্তল ঘোষের বাড়িতে 26 ঘণ্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি ৷ পাশাপাশি তাঁকে জিজ্ঞাসাবাদও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর ঘাসফুলের যুবনেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ কুন্তল ঘোষ সাংবাদিকদের বলেন, "তাপস মণ্ডলকে ঘুষ দিইনি ৷ টাকাও নিইনি ৷ সেই কারণে আজ এটা হল ৷" তাঁর দাবি, তাপস মণ্ডল তাঁর নাম ইডি এবং সিবিআই-এর কাছে জানিয়েছেন ৷ কুন্তলের আরও দাবি, এসএসসি দুর্নীতি মামলায় তিনি জড়িত নন এবং তাঁকে ফাঁসানো হচ্ছে ৷ তিনি চাকরি দেওয়ার নামে টাকা নেননি ৷ তাঁকে বাড়ি থেকে বের করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) তদন্তে নেমে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করে ইডি ৷ তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ সেখান থেকে কুন্তল ঘোষের নাম পাওয়া যায় ৷ এছাড়া সূত্রের দাবি, মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বহুবার কুন্তলের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, হুগলির এই তৃণমূল যুবনেতা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত ৷ কোটি কোটি টাকা নয়ছয় করেছেন যুবনেতা ৷ 19 কোটি টাকার বিনিময়ে কয়েকজনকে চাকরিও পাইয়ে দিয়েছেন ৷
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূল নেতা কুন্তল ঘোষ