কলকাতা, 3 জানুয়ারি: নতুন বছরের প্রথম দিনে উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ । হুল্লোড়, খাওয়া-দাওয়া, ঘুরতে ভালোবাসেন অনেকে ৷ ঠিক যেমন গত রবিবার 1 জানুয়ারি শহর কলকাতা-সহ শহরের বহু মানুষ তিলোত্তমায় জমা হয়েছিলেন । আর সেই সুযোগের সদ্ব্যাবহারে জনসংযোগের মাধ্যমে অর্থ সংগ্রহ নেমে পড়ে বঙ্গ সিপিএম (CPIM) । বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim)-সহ একাধিক সিপিএম নেতা-কর্মীকে বালতি, কৌটো হাতে ধর্মতলার প্রাণকেন্দ্র নিউমার্কেটে দেখা যায় গত রবিবার । যা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের (Trinamool Congress) কুণাল ঘোষ ৷
প্রসঙ্গত, সেদিন ভিড় ঠেলে সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানিদের কাছে পার্টি ফান্ডের জন্য অনুদান দাবি করেন তাঁরা । কেউ মুখ ঘুরিয়ে চলে যান, তো কেউ 5, 10, 20 টাকা হাসিমুখে বালতিতে ফেলেন । তবে সকলকে দলীয় কর্মসূচি, সাধারণ মানুষের জীবন যন্ত্রণা ও রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির যে অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিতেও দেখা যায় সেলিম-বিমানকে ।
সিপিএম সূত্রে খবর, তাদের এই কর্মসূচি ঘোষিত এবং পরিকল্পিত, যা গত 10 ডিসেম্বর থেকে শুরু হয়েছে । সিপিএম কলকাতা জেলা কমিটির 50টি এরিয়া কমিটি ও 1200 মতো ইউনিটের সদস্যরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি পৌঁছাচ্ছে । মানুষের জীবন যন্ত্রণা সমস্যা বর্তমান পরিস্থিতিও তা মোকাবিলায় পাশে থাকার আশ্বাস দিয়েও অনুদান সংগ্রহ করছেন । এতে নতুন বছর বা পুরনো বছরের কোনও ব্যাপার নেই বলেই জানিয়েছেন সিপিএম কলকাতা জেলা কমিটির সম্পাদক কল্লোল মজুমদার ।
তিনি ইটিভি ভারতকে বলেন, "এটা ঘোষিত কর্মসূচি । প্রতি মাসেই বিভিন্ন জেলা কমিটি অর্থ সংগ্রহ করে থাকে । নতুন বছরের শুরুতে বিশেষ করে ছুটির দিনগুলোতে মানুষ উৎসবে মেতে থাকেন । সেই উৎসবের মাধ্যমে জনসংযোগ করা হয় । এতে কটাক্ষ বা সমালোচনার কোনও বিষয় নয় । কারণ, আমাদের পার্টি প্রথম থেকেই সাধারণ মানুষের টাকায় চলে ৷ কোনও কর্পোরেট সেক্টর বা চুরি দুর্নীতির টাকায় আমাদের পার্টি চলে না । আমাদের এই কর্মসূচিতে সাধারণ মানুষ যেমন খুশি হয়ে অনুদান দিচ্ছেন ঠিক তেমনি বলছেন খুব দ্রুত আপনারা ফিরে আসুন । এই চুরি দুর্নীতিকে মোকাবিলা করা প্রয়োজন ।"