পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোদির সফরে রাস্তা বন্ধের জের, যান চলাচল নিয়ে তৎপর কলকাতা পুলিশ - কলকাতা পুলিশ কমিশনার

কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী । শহরজুড়ে বিক্ষোভ চলছিল । প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত যাত্রাপথের অনেকটাই সাধারণের জন্য বন্ধ করে রেখেছিল পুলিশ । তাতে প্রবল অসুবিধার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষকে । একদিকে বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ, অন্যদিকে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ । সবমিলিয়ে অনেকটাই ঘুর পথে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে । এই বিষয়ে খবর পান কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা । তাই আজ কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্সে ট্রাফিকের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনুজ ।

kolkata
kolkata

By

Published : Jan 14, 2020, 8:43 AM IST

Updated : Jan 14, 2020, 9:44 AM IST

কলকাতা, 14 জানুয়ারি : প্রধানমন্ত্রীর শহরে আসা ঘিরে ছিল কড়া নিরাপত্তা । প্রধানমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য রুটে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল । এই নিয়ে সমস্যায় পড়েছিল শহরবাসী । লালবাজার সূত্রে খবর, ভবিষ্যতে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ওই রাস্তাগুলি বন্ধ না করার নির্দেশ দিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার ।

কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী । শহরজুড়ে বিক্ষোভ চলছিল । স্লোগান উঠেছিল “গো ব্যাক মোদি"। VVIP প্রোটোকল মেনে তৈরি রাখা হয়েছিল বাহিনী ৷ নরেন্দ্র মোদির সুরক্ষায় মোতায়েন করা হয়েছিল চার হাজার পুলিশ কর্মী । পাশাপাশি ছিল SPG নিরাপত্তা । প্রোটোকল মেনে প্রধানমন্ত্রীর পূর্ব ঘোষিত যাত্রাপথের অনেকটাই সাধারণের জন্য বন্ধ রেখেছিল পুলিশ । তাতে প্রবল অসুবিধার সম্মুখীন হয় মানুষ । একদিকে বিক্ষোভের জেরে রাস্তা বন্ধ, অন্যদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখে কিছু রাস্তায় যান নিয়ন্ত্রণ ৷ সবমিলিয়ে অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে । এই বিষয়ে কলকাতা পুলিশের ক্রাইম কনফারেন্সে ট্রাফিকের ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনুজ । জানিয়ে দেন ভবিষ্যতে প্রধানমন্ত্রী বা অন্য VVIP শহরে এলে ওই সময়টুকু রাস্তা বন্ধ করার প্রক্রিয়া চলতে পারে । কিন্তু তার জন্য সব রাস্তা বন্ধ করার প্রয়োজন নেই । আগামী দিনে বিষয়টি এমন না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার ।

গতকাল কলকাতা পুলিশের তরফ হয়েছিল ক্রাইম কনফারেন্স । সেখানে ন্যাশনাল বিউরো অফ ক্রাইম রেকর্ডসের দেওয়া তথ্য নিয়ে আলোচনা হয় । শহরের কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে অভিনন্দন জানানো হয় পুলিশ ফোর্সকে ।

এদিকে, গত কয়েক মাসে কলকাতা শহরে বেড়েছে চুরির ঘটনা । চুরির কিনারা করার জন্য বিশেষ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার । তিনি জানিয়েছেন আগামী তিন মাস পর কলকাতায় চুরির পরিসংখ্যান নিয়ে আলোচনা করবেন ।

Last Updated : Jan 14, 2020, 9:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details