কলকাতা, 28 ডিসেম্বর: বড় ভুঁড়ি নয় ৷ সটান চেহারা, শক্তপোক্ত মাসেল ও পেটে এইট প্যাক ৷ কনস্টেবল থেকে মিস্টার ইন্ডিয়া ন্যাচরাল হয়ে কলকাতা পুলিশের নাম উজ্জ্বল করলেন ভুট্টো খান ৷ তাঁর সাফল্যকে সোশাল মিডিয়ায় তুলে ধরল লালবাজার ৷ গত 21 এবং 22 ডিসেম্বর বীরভূমের বোলপুরের উৎসর্গ মঞ্চে আয়োজিত হয়েছিল মিস্টার ইন্ডিয়া ন্যাচারাল 2023 প্রতিযোগিতা ৷ সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল ভুট্টো । ফিট কফ চ্যালেঞ্জ মেন্স ফিজিক ও ফিটকম চ্যালেঞ্জ বডি বিল্ডিং এই দুই বিভাগে বিজয়ী হয়েছেন তিনি । জেতার পরেই কলকাতা পুলিশের সোশাল মিডিয়ার পেজে ভুট্টোর ছবি দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে লালবাজারের তরফে ।
পুলিশ কিংবা আধা সামরিক বাহিনীতে চাকরি পেতে গেলে শারীরিক এবং মানসিক দিক দিয়ে ফিট হতে হয় । আর প্রথম থেকে পুলিশে চাকরি করাই ইচ্ছে ছিল ভুট্টো খানের ৷ তাই বহু বছর ধরেই এর জন্য নিজেকে শারীরিকভাবে দক্ষ বানাতে শুরু করেছিলেন তিনি । পরে 2006 সালে 19 জুলাই কলকাতা পুলিশে কনস্টেবল পদে যোগ দেন ভুট্টো খান । আজ সেই কনস্টেবলই লালবাজারের মুখ উজ্জ্বল করলেন । মিস্টার ইন্ডিয়ার খেতাব নিজের নামে লেখালেন ৷
- https://m.facebook.com/story.php?story_fbid=676010924721001&id=100069362989549&mibextid=Nif5oz