পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ষাকালে খালগুলিতে লাগানো হবে জাল, সিদ্ধান্ত কলকাতা পৌরনিগমের

বর্ষাকালে কলকাতার নিকাশি ব্যবস্থাকে সচল রাখতে খালগুলিতে লাগানো হবে জাল। জানালেন মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র ফিরহাদ হাকিম

By

Published : Mar 6, 2019, 10:53 AM IST

কলকাতা, ৬ মার্চ : বর্ষাকালে কলকাতার নিকাশি ব্যবস্থাকে সচল রাখতে খালগুলিতে লাগানো হবে জাল। পাশাপাশি বাজারে বসানো হবে কম্প্যাক্টার। গতকাল একথা জানান মেয়র ফিরহাদ হাকিম।

উত্তর ও দক্ষিণ কলকাতায় বাগজোলা খাল, বেলেঘাটা খাল, কেষ্টপুর খাল, টালি খাল সহ মোট আটটি খাল রয়েছে। বর্ষাকালে প্রায়ই এই খালগুলিতে জল জমে কলকাতার রাস্তা জলমগ্ন হয়ে যায়। মেয়র বলেন, খালগুলিতে প্লাস্টিক আটকে থাকে। যার ফলে জল জমে রাস্তা জলমগ্ন হয়। তাই এবার বর্ষাকালে নিকাশি ব্যবস্থাকে সক্রিয় রাখতে খালগুলোকে পরিষ্কার রাখার জন্য ব্যবস্থা নিচ্ছে কলকাতা পৌরনিগম।

গতকাল কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে মেয়র ফিরহাদ হাকিম নিকাশি ব্যবস্থা নিয়ে বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে, বর্ষার আগেই খালগুলির সংস্কার করা হবে। পাশাপাশি খালগুলিতে প্লাস্টিক ও আবর্জনা যাতে না জমে তার জন্য লাগানো হবে জাল। একইসঙ্গে বাজারের আবর্জনাগুলি যাতে খালে মিশতে না পারে তার জন্য লাগানো হবে কম্প্যাক্টার।

ABOUT THE AUTHOR

...view details