কলকাতা, 30 অক্টোবর : শহরের বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার জন্য এবার রাজ্য সরকারের দ্বারস্থ হল কলকাতা পৌরনিগম । শহরের প্রায় সাড়ে তিন হাজারের উপর বিপজ্জনক বাড়ি রয়েছে । ঝড়-বৃষ্টির দাপটে প্রায়ই শহরের এই বিপজ্জনক বাড়িগুলি ভেঙে পড়ে বহু মানুষ আহত হন ৷ এমনকি এই ভগ্নপ্রায় বাড়িগুলি চাপা পড়ে মৃত্যুও হয় অনেকের ৷ খবর পাওয়ার পর পৌরনিগমের কর্মীরা গিয়ে সেই ধ্বংসস্তূপ সাফাই করেন । আইনত অধিকার না থাকায় শহরের বিপজ্জনক বাড়িগুলি ভাঙতে পারে না পৌরনিগম । তাই বিধানসভায় এই বাড়িগুলির ভাঙার আইন প্রণয়ন করে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানিয়ে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কলকাতা পৌরনিগম।
Kolkata Municipal Corporation : শহরের বিপজ্জনক বাড়ি ভাঙতে রাজ্য সরকারের দ্বারস্থ কলকাতা পৌরনিগম - kolkata municipal corporation
কলকাতা শহরে রয়েছে একাধিক বিপজ্জনক ভগ্নপ্রায় বাড়ি ৷ সেগুলি ভেঙে পড়ে অনেকসময়ই দুর্ঘটনা ঘটে ৷ এমনকি মানুষের মৃত্যুও হয় ৷ পৌরনিগমের আইনত অধিকার না থাকায় সেগুলি ভাঙতে পারছে না ৷ তাই এই বিষয়ে রাজ্য সরকারকে চিঠি দিল কলকাতা পৌরনিগম ৷
এই বিষয়ে পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানান, সবচেয়ে বিপজ্জনক বাড়িগুলি ভেঙে ফেলার আইনত অধিকার কলকাতা পৌরনিগমের নেই । কলকাতা পৌরনিগম কেবল ওই বাড়িগুলির বাইরে নোটিস লাগিয়ে দিতে পারে ৷ বাড়ি ভেঙে ফেলার আইনত অধিকার না থাকায় শহরে একের পর এক দুর্ঘটনা ঘটছে বিপজ্জনক বাড়িগুলি থেকে । তাই রাজ্য সরকারের কাছে আবেদন করা হয়েছে, যাতে বাড়িগুলি ভেঙে ফেলার জন্য আইন পাশ করা হয় । এই মর্মে রাজ্য সরকারের কাছে একটি চিঠিও পাঠিয়েছে কলকাতা পৌরনিগম ।
আরও পড়ুন :Mechanised Planting Machine : আস্ত গাছ তুলে নিয়ে যেতে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন কিনছে বন দফতর