কলকাতা, 23 মে : কলকাতা পৌরনিগমের তরফে প্রবীণ নাগরিকদের জন্য ফের চালু হচ্ছে করোনা টিকার প্রথম ডোজ় ৷ প্রথম দফায় ষাটোর্ধ্ব অনেক প্রবীণ নাগরিক করোনার প্রথম ডোজ় নেননি ৷ যাঁরা টিকাকরণ থেকে বাদ পড়েছিলেন , তাঁদের জন্যই ফের এই ব্যবস্থা চালু করা হল ৷ গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন । সেখানেই তিনি প্রবীণ নাগরিকদের টিকাকরণ চালু করার নির্দেশ দেন।
সেইসঙ্গে ফিরহাদ জানিয়েছেন, বাজারের মাছ, সবজি বিক্রেতা ও মুদি দোকান ব্যবসায়ীদের টিকা নেওয়া বেশি প্রয়োজন । কারণ বাজার থেকে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে । অনেক সময়ে বাজারের মাছ সবজি বিক্রেতারা কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে টিকা নিচ্ছেন না । সেক্ষেত্রে প্রত্যেকটি ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের বাজারে গিয়ে বিক্রেতাদের বুঝিয়ে করোনা টিকার ডোজ় দেওয়ার ব্যবস্থা করতে হবে । আধার কার্ডে বাজার কমিটি স্টাম্প দিলেই বিনামূল্যে বাজারের বিক্রেতাদের করোনা টিকা দেবে পৌরনিগম ।