পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Holi 2023: চড়া দামে বিকোচ্ছে পিচকারি-মুখোশ, চাহিদা বেশি ভেষজ আবিরের - Kolkata Market in Dolyatra and Holi Festival

দোল ও হোলি উপলক্ষে অস্থায়ী দোকান পসরা সাজিয়েছে কলকাতার বিভিন্ন বাজারে (Dolyatra 2023)৷ রকমারি পিচকারি থেকে রং-আবির কী না নেই সেখানে ৷ দাম বেশি হলেও তা বেশ ভালোই বিক্রি হচ্ছে ৷

Etv Bharat
হোলির অস্থায়ী দোকান

By

Published : Mar 6, 2023, 9:23 PM IST

হোলিতে কলকাতার দোকানে রং ও পিচকারি বিক্রি

কলকাতা, 6 মার্চ: দোল মঙ্গলবার আর তারপর দিন বুধবার হোলি উৎসব (Holi Market in Kolkata)৷ তাই স্বাভাবিকভাবেই বাজার ছেয়েছে রং ও পিচকারিতে ৷ ধর্মতলা থেকে শুরু করে গড়িয়া ও শ্যামবাজার ফুটপাতে গজিয়ে উঠেছে অস্থায়ী রং-পিচকারির দোকান । মরশুমেই এই দোকানগুলো দেন বিক্রেতারা । বেশ চড়া দামেই বিকোচ্ছে সৌখিন বিভিন্ন পিচকারি থেকে কঙ্কাল, ভূত, বাঘ-সহ নানা জন্তুর মুখোশ । বেলুন থেকে আবির ও রং । কী না নেই ৷

বেশ কয়েকদিন ধরে দোকান লাগালেও ক্রেতাদের ভিড় দেখেনি অধিকাংশ দোকান । মাঝে মধ্যে আনাগোনা ছিল বটে । তবে দোলের আগের দিন ছবিটা একটু অন্যরকম । বেড়েছে ক্রেতাদের আনাগোনা । তবে আগের থেকে দামও বেড়েছে এই সব জিনিসের ৷ বন্দুকের মত বড় পিচকিরি বিকোচ্ছে 700-800 টাকায় । ছোট পিচকিরি শুরু 100 টাকা থেকে । ওদিকে বিভিন্ন ধরনের মুখোশও বিকোচ্ছে কোনওটা 250 তো কোনওটা আবার 400 টাকা। তবে দাম হলেও দেদার বিকোচ্ছে সব । চলছে দরদামও ৷


স্টিলের গামলা ভর্তি লাল, সবুজ, গেরুয়া, নীল, আকাশী আবির পড়েই আছে । হাতে গোনা লোকজনই কিনছেন এগুলি । রঙের ক্ষেত্রেও একই অবস্থা । এক ক্রেতা অর্জুন পালের কথায়, "বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন কোম্পানি বা বিশ্ববিদ্যালয় ভেষজ আবির বা রং তৈরি করছে ৷ যার দাম অনেকটাই বেশি কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর নয় । তাই আবির বা রং ভালো কেনাই উচিত । যাতে আনন্দের উৎসব সমস্যার কারণ না হয় ।"

ভেষজ রং 25 থেকে 50 গ্রামের দাম প্রায় 200 থেকে 300 টাকা । আর সেখানে বিভিন্ন কেমিক্যাল দেওয়া বাজার চলতি রঙের থেকে মাত্র 20-30 টাকার ফারাক ৷ তাই অধিকাংশ লোকজন বেশি দাম দিয়েই ভেষজ রং কিনছেন । এই বিষয়ে বিক্রেতা বীরেশ্বর বেরা বলেন, "এতদিন খুব একটা বিক্রি বাটা না-হলেও আজ মোটামুটি বিক্রি হচ্ছে । তবে চালু রঙ বা আবির সেভাবে কেউ নিচ্ছেন না । কিন্তু ভালো দামেই মুখোশ ও পিচকারি বিক্রি হচ্ছে ।"

আরও পড়ুন :দোলের আগে বিট-গাজর দিয়ে তৈরি হচ্ছে ভেষজ আবির ! তাক লাগাচ্ছেন শিলিগুড়ির একদল মহিলা

ABOUT THE AUTHOR

...view details