পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC on TAX: করদাতাদের জন্য সুখবর, জোকার তিনটি ওয়ার্ডের সম্পত্তি কর নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের

জোকার 142, 143 ও 144 নম্বর ওয়ার্ডের করদাতাদের জন্য সুখবর ৷ এই তিনটি ওয়ার্ডের সম্পত্তির কর নিয়ে কলকাতা পৌরনিগম নয়া সিদ্ধান্ত নিয়েছে ৷

Etv Bharat
কলকাতা পৌরনিগম

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2023, 10:54 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর: 2012 থেকে 2023, প্রায় 11 বছর হয়ে গিয়েছে কলকাতা কর্পোরেশনে যুক্ত হয়েছে জোকার তিনটি পঞ্চায়েত । যা বর্তমানে 142, 143, 144 নম্বর ওয়ার্ড । তবে পরিকাঠামো আজ পর্যন্ত মনে করিয়ে রাখে পঞ্চায়েতের কথাই । এই তিন ওয়ার্ড নিয়ে এবার কলকাতা কর্পোরেশনের সম্পত্তি কর বিভাগ বিশেষ সিদ্ধান্ত নিয়েছে । যা ওই ওয়ার্ডগুলোতে করদাতাদের কাছে নিঃসন্দেহে বড় খুশির খবর । তবে এই সুবিধা পাবেন পুরনো করদাতারাই ।

অন্য ওয়ার্ডগুলোর মতো ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট যে কর আদায় হয় সেই সমপরিমাণ কর এই তিন ওয়ার্ডের পুরনো করদাতাদের দিতে হবে না । তারা পঞ্চায়েতে যে নামমাত্র টাকা কর দিতেন তার 10 শতাংশ অতিরিক্ত দেবেন । অর্থাৎ করের পরিমাণ অন্যদের থেকে বেশ খানিকটা কম হবে বলেই জানা গিয়েছে কলকাতা কর্পোরেশন সূত্রে ।

জমির চরিত্রগত বদল না-হলে পুরনো পঞ্চায়েত করে সঙ্গে সামঞ্জস্য রেখেই মাত্র 10 শতাংশ বৃদ্ধি হবে সম্পত্তি করে । জমির চরিত্রগত পরিবর্তন করলে পার্শ্ববর্তী বেহালা বা ঠাকুরপুকুর অঞ্চলের মতোই ইউনিট এরিয়ার স্বাভাবিক হারে সম্পত্তিকর দিতে হবে ওই তিন ওয়ার্ডের করদাতাদের । এই বিশেষ ছাড় পাবেন ওই তিন ওয়ার্ডের পুরনো করদাতারা ।

কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, জোকার এই তিন ওয়ার্ড দীর্ঘ সময় কর্পোরেশনের আওতাধীন হলেও সেখানে এখনও পর্যন্ত ভূ-গর্ভস্থ নিকাশি নালা থেকে শুরু করে সর্বত্র বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জলের সংযোগ নেই । বিভিন্ন জায়গায় দেখা মিলবে কাঁচা রাস্তার । নেই পর্যাপ্ত বাতিস্তম্ভ । প্রায় 30 হাজার সম্পত্তি করদাতা রয়েছেন এই তিন ওয়ার্ডে ।

এক আধিকারিকের কথায়, "পঞ্চায়েত তুলনায় কর্পোরেশনে সম্পত্তি করের ফারাক অনেকটাই । তবে এই তিন ওয়ার্ড এখনো কর্পোরেশনের সমস্ত পরিষেবা পায় না । তাই নয়া কর পদ্ধতিতে সম্পত্তিকর ধার্য করা ঠিক নয় । সম্পূর্ণ পরিষেবা দিতে সক্ষম নয় । চড়া হারে সম্পত্তিকর নিলে সেটা নাগরিকদের সঙ্গে অমানবিকতা হবে । 2002 সালের আগে যারা ওই অঞ্চলে রয়েছেন, তারা তাদের সম্পত্তি বা জমির চরিত্র বদল না-করেন তাহলে পঞ্চায়েতের করের থেকে মাত্র 10 শতাংশ বেশি করে নেওয়া হবে । কিন্তু জমির চরিত্র যদি বদল হয় সেখানে নতুন বাড়ি আবাসন দোকান হয়ে থাকে তাহলে ইউনিট এরিয়া ধার্য কর দিতে হবে অন্য ওয়ার্ডের মতোই ।

উল্লেখ্য, এই তিন ওয়ার্ডে প্রায় 30 হাজারের বেশি করদাতা । সিংহভাগ করদাতা পুরনো । ফলে কর্পোরেশনের সিদ্ধান্তে বেশিরভাগ করদাতাই উপকৃত হবেন । নতুন করদাতাদের ক্ষেত্রেও খুব একটা বাড়তি কর দিতে হবে না ।

আরও পড়ুন : শারদোৎসবে আঁটোসাঁটো নিরাপত্তা শহরে, বসছে ফেস রেকগনিশন ক্যামেরা

ABOUT THE AUTHOR

...view details