কলকাতা, 14 মার্চ: থ্যালাসেমিয়া রোগ নিয়ন্ত্রণে এবার সর্তক কলকাতা কর্পোরেশন ৷ লক্ষ্য আগামিদিনে 144টি ওয়ার্ড হেলথ ইউনিটেই থ্যালাসেমিয়া পরীক্ষা কেন্দ্র চালু করা ৷ এই রোগ নির্ণয়, চিকিৎসা-সহ সম্পূূর্ণ বিষয়ে মোকাবিলা কীভাবে হবে ? সেই প্রশিক্ষণ নিতে 15 জন চিকিৎসককে দিল্লি পাঠাচ্ছে কর্তৃপক্ষ (Thalassemia Treatment Training) ৷ তাঁরা ফিরে এসে আরও 150 জনকে এই প্রশিক্ষণ দেবেন ৷ 15 জন চিকিৎসকের এই প্রশিক্ষণে সাহায্য করছে একটি বেসরকারি সংস্থা (KMC Sends 15 Doctors to Delhi) ৷ তাঁদের উদ্যোগেই একটি হাব খোলা হবে কলকাতায় ৷
এদিন এক সাংবাদিক সম্মেলনে এবিষয় জানান কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদ অতীন ঘোষ ৷ উপস্থিত ছিলেন বেসরকারি সংস্থার কর্ণধার চিকিৎসক সঞ্জীব ভাল্লা এবং কলকাতা কর্পোরেশনের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী-সহ অন্যান্যরা ৷ এই অনুষ্ঠানের পাশাপাশি চিকিৎসকদের স্বার্থে কলকাতা কর্পোরেশনের ইতিহাসে প্রথম হেলথ লাইব্রেরির উদ্বোধন করা হয় ৷ উদ্বোধন করেন ডেপুটি-মেয়র অতীন ঘোষ ৷
থ্যালাসেমিয়া চিকিৎসা ও নিরীক্ষণের প্রশিক্ষণ দেওয়া হবে ৷ এই কাজ করবে একটি বেসরকারি সংস্থা ৷ রোগ নিয়ে মানুষের সচেতনতার অভাব এখনও ব্যাপকভাবেই লক্ষ্য করা যায় ৷ এই বিষয় দেশের তিন জায়গায় তিনটি হাব তৈরি করা হচ্ছে ৷ এর মধ্যে একটি হচ্ছে মুম্বই মিউনসিপ্যাল কর্পোরেশনে অপরটি কলকাতা কর্পোরেশনে ৷ ইতিমধ্যেই, মেয়র ক্লিনিকে একটি অত্যাধুনিক মেশিন কেনা হয়েছে রক্ত পরীক্ষার জন্য ৷